সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুঃখজনক খবর দি’লো হাওয়া অফিস, এবার পুজোয় কি তাহলে ভা’রী বৃষ্টিপাত?

বাঙ্গালীদের সেরা উৎসব দুর্গাপূজা। গোটা বছর ধরে বাঙালিরা এই পাঁচটা দিনের অপেক্ষা করে যে সময়ে মা তাদের দোরগোড়ায় আসবে। ছোট থেকে বড় সবারই গায়ে নতুন জামা ওঠে। হাতেগোনা আর কয়টা দিনই মাত্র আছে তারপরেই বাঙ্গালীদের সেরা উৎসব দুর্গাপূজার সময় শুরু হয়ে যাবে।

পুজোর কয়েক মাস আগে থেকেই সমস্ত প্ল্যানিং চলে এবং কি কেনা হবে না কেনা হবে কি ধরনের নতুন জামা পড়া হবে সব কিছুরই আয়োজন চলতে থাকে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। তবে এরই মধ্যে যখন মা দুর্গার আসার দিন গুনছে বাঙালিরা তখনই দুঃখজনক খবর দিল আবহাওয়া দপ্তর।

৩ রা জুন উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে এবং সেখানে বর্ষার ফলে বন্যা দেখা দিয়েছে এ রকম অবস্থায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক জায়গায় বৃষ্টিপাতের ঘাটতি হচ্ছে সে ঘাটতি এবার বৃষ্টি মেটাতে চলেছে দুর্গাপুজোয়।

আরো পড়ুন: ১৬ জুলাইয়ের পর থেকে এই চার রাশির লোকেরা হয়ে যান চি’ন্তা’মু’ক্ত, পাবেন সূর্যদেবের আশীর্বাদ

বলা যায় যে সত্যি সত্যি অশুর হয়ে বর্ষা প্রবেশ করছে বাঙ্গালীদের আনন্দকে মাটি করতে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বর্তমানে কোন বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা সহ বিভিন্ন জেলাতে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে।

তবে আবহাওয়াবিদরা এখনো সঠিকভাবে জানা নিজের পুজোর মধ্যে আদৌ বৃষ্টি হবে কিনা। এখনো পর্যন্ত কলকাতাসহ বেশিরভাগ জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বিশেষ করে লক্ষ্য করা যায়নি, তবে জানানো হয়েছে এই মুহূর্তে বৃষ্টি না হলেও পরবর্তীকালে বৃষ্টিপাত হবে কারণ এবছর অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে যার ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হতে পারে বন্যা পরিস্থিতি।

জিওমর্ফলজিস্ট সুজীব কর জানিয়েছেন , পুজোতে এবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, যে দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের বেশকিছু জায়গাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে এর কারণ হলো হাওয়ার গতিবেগ অতি সঠিক জায়গায় আসতে সময় লাগবে। বর্ষা সঠিকভাবে না হওয়ার কারণে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে যার ফলে হবে প্রচুর বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।