সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের আগেই বি’রা’ট সি’দ্ধা’ন্ত, এই কেন্দ্রীয় সরকারি ক’র্মী’রা পাবেন ৭৮ দিনের বোনাস

উৎসব শুরু হওয়ার আগেই ভারতীয় রেলওয়ে কর্মচারীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। উৎসবের আগেই বোনাসের টাকা পেতে চলেছেন ভারতীয় রেলের লক্ষ লক্ষ কর্মচারী। এই খবরটা স্বভাবতই খুশি রেল কর্মচারীরা।

কেন্দ্রীয় ক্যাবিনেট সম্প্রতি রেল কর্মীদের জন্য 78 দিনের বোনাসের সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিয়েছে। এবার ব্যাপক অর্থ বোনাস বাবদ ঢুকতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে। রেলের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে রেল কর্মচারীদের জন্য প্রডাক্টিভিটি লিংকড বোনাস জারি হতে চলেছে।

অর্থাৎ 78 দিনের বোনাস বাবদ 17 হাজার 951 টাকা পাবেন রেলের কর্মচারীরা। প্রায় 11 লক্ষ 56 হাজার কর্মী এতে সরাসরি উপকৃত হবেন বলে জানানো হয়েছে। ভারতীয় রেলের থেকে পিএলবি পেমেন্ট দশেরা বা পুজোর ছুটির আগেই প্রতিটি কর্মীকে দেওয়া হয়। ক্যাবিনেটের এই সিদ্ধান্ত পুজোর ছুটির আগেই কার্যকর হবে।

আরপিএফ আরপিএসের কর্মীরা এই বোনাস পাবেন না। তারা পিএলআই এর আওতায় পড়েন না। রেলওয়ে বোর্ডের জয়েন্ট ডিরেক্টর চালালেন পূজার ছুটির আগে চলতি অর্থবছরের বোনাস পাবেন কর্মচারীরা। করোনা মহামারীতে হোটেলের কর্মচারীরা তাদের পরিশ্রমের মাধ্যমে চ্যালেঞ্জ নিয়েছেন। ভবিষ্যতে সমস্যার মোকাবিলায় উদ্দেশ্যে তাদের থেকে কঠোর পরিশ্রমের আশা রাখা হচ্ছে।