সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত হলেই কেন পাড়ার কুকুররা চিৎকার করে কান্নাকাটি করে? কি বলছেন বিজ্ঞানীরা?

রাস্তাঘাটে অনেক পথ কুকুর দেখা যায়। তবে তাদের গলার আওয়াজ একই রকম থাকলেও রাত হলেই পরিবর্তন হয় কুকুরের ডাক। মধ্য রাত্রের দিকে অদ্ভুত স্বরে কাঁদে কুকুর। অনেকেই ভাবেন এটি হয়তো কোনো খারাপ লক্ষণ। রাতে হয়তো অশুভ কোন আত্মা দেখতে পায় কুকুররা, তাই তারা এরকম ভাবে চিৎকার শুরু করে।

আবার কেউ কেউ ভাবেন কুকুর কাঁদলে কোন অমঙ্গল হয়। কুকুর কান্নার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। কুকুর কোন আসন্ন বিপদ সম্পর্কে আগে থেকে আভাস পেয়ে যায়। সেই কারণে তারা রাস্তাঘাটে কাঁদতে শুরু করে। এছাড়া গ্রামের শহরের পথঃ কুকুরেরা চিৎকার করে কান্নাকাটি শুরু করে।

রাতে কুকুরের কান্নাকে অনেকে খারাপ লক্ষণ হিসেবে চিহ্নিত করেন। কুকুরের কান্নার উপর বেশ কিছু গবেষণা করা হয়েছে তখন দেখা গিয়েছে কুকুর তার পরিবার থেকে বিচ্ছিন্ন হলে বা তার বন্ধুদের থেকে সরে গেলে এমন চিৎকার করে কান্না শুরু করে।। ঠিক যেমনভাবে কোন মানুষ তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আরো খবর: রাতের দিকে এভারেস্টে কিসের আওয়াজ? কি খুঁ’জে পেলেন বিজ্ঞানীরা?

সে অনেক সময় রাতে জোর করে চিৎকার করে তার সঙ্গীদের কাছে আনার চেষ্টা করে। কোন স্থান থেকে যদি নতুন কুকুর ওই এলাকায় আসে তবে এলাকায় বসবাসকারী কুকুররা চিৎকার শুরু করে দেয়। এছাড়া আবার কোন আঘাত প্রাপ্ত হলে কুকুর চিৎকার করে।

কোন প্রকার ব্যথা পেলেও কুকুর চিৎকার করে কাঁদতে থাকে। এক্ষেত্রে মানুষ এবং প্রাণী সম্পূর্ণ আলাদা। কোনরকম অস্বস্তি হলে কুকুররা কাঁদে আবার বিজ্ঞানীরা বলছেন রাতে কুকুরের কান্নার অন্যতম কারণ তাদের বয়স। বয়স হলে যেমন মানুষ দুর্বল হয়ে যায় হীনমন্যতায় ভোগে কুকুরদের ক্ষেত্রেও তেমনটাই হয়।