সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Google Pay-PhonePe থেকে দিনে কতবার Transaction করা যায়?

বর্তমান সময়ে ইউপিআই পেমেন্ট কতটা জনপ্রিয় হয়ে যে উঠেছে সেটা নতুন করে বলার কিছু নেই। একটা সময় মানুষ। লম্বা লাইন দিয়ে ব্যাংক থেকে টাকা তুলত, কিন্তু এখন ঘরে বসেই সেই কাজ করা সম্ভব হয়। মানুষ এখন সহজেই ওয়ালেট না নিয়ে বেরিয়ে পড়তে পারে রাস্তায়।

সেটা চায়ের দোকান হোক কিংবা শপিংমল সমস্ত জায়গাতেই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা রয়েছে। প্রথমদিকে কিছু কিছু সংস্থা এই অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছিল, কিন্তু এর জনপ্রিয়তা এখন এতটাই তুঙ্গে যে সমস্ত সংস্হা বিশেষ করে PhonePe, Google Pay, Amazon Pay, Paytm সবাই তাদের অ্যাপের পরিবর্তন ঘটিয়েছে।

পেটিএমে যেমন আগে শুধু ওয়ালিটেই টাকা রাখা যেত কিন্তু সময়ের সাথে সাথে সেটার পরিবর্তন করে ইউ পি আই পেমেন্টের সুবিধা যোগ করেছে তারা। যার কারনে গ্রাহকরা ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে সহজে। কিন্তু আপনি কি জানেন এই জনপ্রিয় অ্যাপ গুলির মাধ্যমে দিনে সর্বোচ্চ কতবার ইউপিআই ট্রান্সফার সম্ভব?

আরো খবর: USB Type-C চা’র্জা’র নিয়ে ন’য়া পদক্ষেপ কেন্দ্রের, এই নি’য়’ম মানতেই হ’বে

পেটিএমের মাধ্যমে আপনি দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা ট্রান্সফার করতে পারবেন। শুধু তাই নয় সাথে রয়েছে আরও কিছু নিয়ম এই অ্যাপের মাধ্যমে আপনি এক ঘন্টায় সর্বোচ্চ কুড়ি হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন।

আমাজন পে তেও ঠিক একই নিয়ম রয়েছে এখানেও আপনি সর্বোচ্চ ১ দিনে ১ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে। তবে যারা নতুন গ্রাহক রয়েছে তাদের জন্য কড়া নিয়ম, তারা একদিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা ট্রান্সফার করতে পারবে। ফোন পে , গুগুল পে তে আপনার ঐ ১ লক্ষ টাকাই সর্বোচ্চ লেনদেন করতে পারবেন। তার সাথে দিনে সর্বোচ্চ ১০ বার টাকা লেনদেন করতে পারবেন।