সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাঙালি পরিযায়ী শ্রমিকের গান শু’নে মু’গ্ধ বিচারকরা, উ’জ্জ্ব’ল হলো বাংলার মু’খ, দেখুন ভিডিও

আমরা হয়তো বড় মঞ্চের গায়ক-গায়িকা অথবা প্রতিভাদের দেখে থাকি এবং তাদের পছন্দ করে থাকি কিন্তু আমরা কখনই আমাদের আশেপাশে খুজে দেখি না আমাদের আশেপাশেই কত প্রতিভা আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। কিন্তু যারা একটা সময়ের পর বিশেষ কোন মঞ্চে উঠে আসে তখন হয়ত আমরা তাদের নজর করি, এই রকমই ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ব্যক্তির সাথে।

আশেপাশের মানুষ একসময় সাধারন মনে করলেও এখন তাকে মনে করছে অসাধারণ কারণ তিনি জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক নাম মাসাদুল সেক।দুর্দান্ত গলায় অসাধারণ গান গেয়ে বিচারকদের মন জয় করে নিয়েছেন।

এই ব্যক্তি পশ্চিমবঙ্গের নানান জায়গায় ঘুরে ঘুরে কাজ করেছেন একসময় এর জন্যই কাজের সূত্রে তিনি গিয়েছিলেন কেরালা এবং সেখানেই তিনি মালায়ালাম ভাষকে একদম রপ্ত করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি মালায়লাম ভাষায় গান করেছিলেন এবং যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল এবং ভাইরাল হওয়ার পরই তিনি একটি রিয়েলিটি শোতে গান করার জন্য ডাক পেয়েছিলেন।

শুধুমাত্র যে মালায়লাম ভাষায় গান করেছেন তা নয় এমনকি তিনি তেলেগু, তামিল সমস্ত ভাষাতেই সুন্দর গান গাইতে পারেন। মালায়লাম ভাষাতে তিনি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন, এরপর আস্তে আস্তে তিনি জনপ্রিয় হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

ওই রিয়েলিটি শোতে তিনি মালায়লাম ভাষায় গান করে মুক্ত করে দিয়েছেন সেখানকার বিচারকদের। রিয়েলিটি শোতে গান গাওয়ার এই বিষয়টি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মাসাদুলের এরকম অসাধরণ সাফল্যে খুশি তার পরিবার।