সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

USB Type-C চা’র্জা’র নিয়ে ন’য়া পদক্ষেপ কেন্দ্রের, এই নি’য়’ম মানতেই হ’বে

কেন্দ্র সরকার USB Type-C চার্জার নিয়ে বড় সিদ্ধান্ত নিল। একটি রিপোর্টে জানানো হয়েছে, কেন্দ্রের সিদ্ধান্তে সব মোবাইল ফোন নির্মাতা ও টেক কোম্পানিগুলিকে নিজেদের ডিভাইসে এই চার্জিং পোর্ট ব্যবহার করতেই হবে।

এমনকি এই জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে 2025 সালের মার্চ থেকে ভারতে সব ইলেকট্রনিক প্রোডাক্টে USB Type-C পোর্ট ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে।

উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং জানিয়েছেন, চার্জারের ক্ষেত্রে বড় ভূমিকা নেয় বিশ্বব্যাপী সাপ্লাই চেন। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে 2024 সাল থেকে ইউরোপে সব মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে USB Type-C চার্জার ব্যবহার বাধ্যতামূলক হবে।

আরো খবর: প্রাথমিক শিক্ষক নি’য়ো’গ নিয়ে ন’য়া বিজ্ঞপ্তি পর্ষদের, প্রচুর প্রার্থীরা হবেন লাভবান!

ইতিমধ্যেই 98 শতাংশ Android ফোনে USB Type-C পোর্ট ব্যবহার হচ্ছে। তবে, iPhone তৈরির সময় নিজেদের লাইটিনিং পোর্ট ব্যবহার করছে।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে পরিবার পিছু চার্জারের সংখ্যা কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন চার্জার ব্যবহারের ফলে যে ই-ওয়েস্ট তৈরি হয় এই সিদ্ধান্তে তা অনেকটাই কমানো যাবে বলে মত কেন্দ্রের আধিকারিকদের।