সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“আমরাই আসল কংগ্রেস”, জোটের আগেই একে অপরকে আ’ক্র’ম’ণ তৃণমূলের

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর তৃণমূলের নজর এখন ২০২৪ এর লোকসভা নির্বাচনের উপর পড়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে নির্মূল করাই লক্ষ্য তৃণমূলের। সারা ভারতের বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই লড়াইয়ে তৃণমূলের শরিক হয়েছে কংগ্রেসও। তবে লড়াইয়ের আগেই বারবার কংগ্রেসকে আক্রমণ করছে তৃণমূল।

একুশের বিধানসভা নির্বাচনের পর দলবদল করে অন্যান্য দলের নেতা-নেত্রীরা তৃণমূল শিবিরে যোগদান করছেন একে একে। কংগ্রেস শিবির থেকেও বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে তৃণমূল শিবিরে যোগদান করেছেন। তবে জোট গঠন করার আগেই তৃণমূল কার্যত কংগ্রেসকেই প্রত্যক্ষভাবে আক্রমণ করে বসলো।

তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা” পত্রিকায় কংগ্রেসকে তুলোধোনা করা হয়েছে। সেখানে কংগ্রেসকে ‘পচা ডোবা’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। শুধু তাই নয়, একসময় কংগ্রেস দলকে ভেঙে নতুন দল গঠন করা তৃণমূল এখন নিজেদের প্রকৃত কংগ্রেস বলে দাবি করছে। উল্লেখ্য এই প্রথম নয়। এর আগে তৃণমূল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসকে কটাক্ষ করেন।

সংবাদমাধ্যমের সামনে অভিষেক বলেন, জাতীয় কংগ্রেস ভারতে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির ভয়ে গুটিয়ে রয়েছে কংগ্রেস। এমন দাবিও করেছিলেন অভিষেক। তিনি আরো বলেন, কংগ্রেস সব জায়গায় বিজেপির কাছে হেরে যাচ্ছে। অন্যদিকে তৃণমূল এখন সব জায়গায় বিজেপিকে হারাচ্ছে।