সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতি বছর শিক্ষক নি’য়ো’গ হ’বে এসএসসি-তে: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত মামলার জট কেটেছে কলকাতা হাইকোর্টে। এখন আর নিয়োগ নিয়ে কোনো বাধা নেই। মামলাকারীদের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। যার ফলে আগামী ১২ সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে কমিশন। আজ কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী সপ্তাহ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আপার প্রাইমারি সম্পর্কে নিয়োগের জট কাটতেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন যে এরপর থেকে প্রতি বছর রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তিনি আরো জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন মারফত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সরকার। এসএসসির পাশাপাশি টেট পরীক্ষার আয়োজন করা হবে প্রতি বছর। এমনটাই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গত বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নানা ক্ষেত্রে প্রাপ্ত নম্বর-সহ ইন্টারভিউয়ের মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগের জন্য www.westbengalssc.com ওয়েবসাইটে ১ লক্ষ ৩২ হাজার প্রার্থীর নম্বরসহ নাম প্রকাশ করা হয়েছিল। আদালতের নির্দেশ মত ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে হচ্ছে প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বয়সে ৫ বছর ছাড় দেওয়ার কথাও মেনেছে স্কুল সার্ভিস কমিশন।

ব্রাত্য বসু এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ নিয়ে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এদিকে পুজোর আগেই টেট পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর।