সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

NASA-তে পুরোহিত নি’য়ো’গ করা হয়েছে, ভিনগ্রহীদের জন্য বা’না’নো হয়েছে গো’প’ন প্ল্যান

ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের নিয়ে রহস্য সমাধানের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে আমেরিকান গবেষণা সংস্থা নাসা। এবার এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে নাসা পুরোহিত নিয়োগ করছে। তবে তাদের যে মহাকাশে পাঠানো হবে এমনটা কিন্তু নয়, এলিয়েনদের নিয়ে গবেষণা করতে নাসা পুরোহিতদের পরামর্শ নিতে চাই।

নাসা অন্ততপক্ষে 24 জন ধর্মতত্ত্ববিদের সাহায্যে জানার চেষ্টা করছে পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ এলিয়েন সম্পর্কে কী ভাবে। ব্রিটিশ ধর্মযাজক রেভারেন্ড ডক্টর অ্যান্ড্রু ডেভিসনের নাম রয়েছে এই তালিকাতে। তিনি বায়োকেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ব্রিটিশ কলিনস ডিকশনারিতে উল্লেখ করা হয়েছে একজন ধর্ম শাস্ত্রী তিনি হতে পারেন যিনি ঈশ্বরের প্রকৃতির ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসগুলিকে অধ্যয়ন করেন।

তিনি মনে করেন এ পৃথিবীর বাইরেও জীবনযাত্রা খোঁজার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। ডেভিসন তার লেখা বই এস্ট্রোবায়োলজি এন্ড ক্রিশ্চিয়ান ডক্টরিনে প্রশ্ন তুলেছেন ভগবান ব্রম্ভান্ডের অন্য কোথাও কি জীবন তৈরি করতে পারেন? এই গ্যালাক্সিতে 100 বিলিয়নের বেশি তারা রয়েছে। আবার মহাবিশ্বে 100 বিলিয়নের বেশি গ্যালাক্সিও হয়েছে। তাই পৃথিবীর সেরা মহাবিশ্বে প্রাণ থাকতে পারে এমনটাই বিশ্বাস করেন তিনি।