সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কম টা’কা ইনভেস্ট করে মাসে আ’য় করুন লক্ষাধিক, দু’র্দা’ন্ত profit এই ব্যবসায়, জেনে নিন

করোনা পরবর্তী সময়ে অনেকেই চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকেছেন। চাকরিক্ষেত্রে উপার্জন খুইয়ে যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। এবার থেকে মাছের ব্যবসা করেই আপনি লাভজনক উপার্জন করতে পারবেন। এর জন্য আপনার নিজস্ব পুকুর না থাকলেও চলবে। এইভাবে ব্যবসা করে আপনি মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি বছর ১ লক্ষ ৭৫ টাকা উপার্জন করতে পারেন।

সাধারণত পুকুরে মাছ চাষ করলে এত লাভ হয় না। তবে আপনি যদি প্রযুক্তিকে সঙ্গী করে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনি মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন। এর জন্য আপনাকে চৌবাচ্চা অথবা পুকুরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। এই পদ্ধতিতে মাছ চাষের সুবিধা এই যে নিজস্ব জলাশয় কিংবা পুকুর না থাকলেও স্রেফ চৌবাচ্চা বানিয়েই মাছ চাষ করা যেতে পারে।

Free report] Biofloc fish farming in Bangladesh - Ambassador report - Our  Actions - Tunza Eco Generation

এই পদ্ধতিকে কাজে লাগিয়ে মাছ চাষ করতে চাইলে আপনি সরকারের থেকে লোন পেতে পারেন। বায়োফ্লক পদ্ধতি কাজে লাগিয়ে চৌবাচ্চার মধ্যে মাছ চাষ করতে চাইলে নির্দিষ্ট আকারের চৌবাচ্চা বানাতে হবে। এই চৌবাচ্চাতে জল পরিষ্কার করা এবং অক্সিজেনের উপযুক্ত ব্যবস্থা থাকা আবশ্যক। বায়োফ্লক ব্যাকটেরিয়া কার্যত জলের মধ্যে মাছের মলকে প্রোটিনে পরিণত করে দেয়। এতে মাছ সেই প্রোটিনকেই নিজের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে।

এই পদ্ধতিতে মাছ চাষ করলে মাছের খাবারের খরচ এক তৃতীয়াংশ পর্যন্ত কমে যায়। এতে জল পরিষ্কার থাকে। জলের মধ্যে মাছের চারা ছাড়ার আগে জল পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের নতে যদি আপনি প্রথমে সাতটি চৌবাচ্চা দিয়ে ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে ৭-৭.৫০ লক্ষ টাকা খরচ করতে হবে। তবে একবার বিনিয়োগ করার পর আপনি ধারাবাহিকভাবে ব্যবসা থেকে লাভ করতে পারবেন।