সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কৃষ্ণ জন্মভূমিতে নি’র্মি’ত মসজিদ স’রি’য়ে মন্দির তৈরির দা’বী, আদালতে মা’ম’লা গ্রহণ হলো

নতুন নয় বহুদিন থেকেই মথুরায় অবস্থান করা শাহী ইদগাহ মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। শ্রীকৃষ্ণের জন্মভূমিতে মসজিদ সড়িয়ে দেওয়ার দাবি উঠে ছিল অনেক্র আগের থেকেই। যা নিয়ে মথুরার একটি স্থানীয় আদালতে মামলা পর্যন্ত দায়ের করা হয়।

কিন্তু সেই মামলা খারিজ করে দেওয়া হয়। এবার সেই মামলার রায়ের বিরুদ্ধেই আপিল করে মথুরার জেলা আদালতে রায় দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে যে মামলার শুনানি করতে হবে।

এই মামলাটি দায়ের করেছেন আইনজীবী রঞ্জনা অগ্নিহোত্রী। তিনি জানিয়েছেন, ভগবান কৃষ্ণের উপাসক হিসেবে আমাদের এই স্থানে মন্দির সংরক্ষণের দাবি জানানোর অধিকার রয়েছে। কৃষ্ণের এই জন্মভূমিতে বেআইনি ভাবে তৈরী করা হয়েছে এই মসজিদ।

আরো পড়ুন: হিমাচল প্রদেশ ও গুজরাটে কংগ্রেসের ভরাডুবি হবেই হ’বে, আ’গা’ম বা’র্তা পিকের

এই প্রসঙ্গে ইতিহাস উঠে আসে, ১৬৭০ সাল নাগাদ নাকি এই মন্দির তৈরী করা হয় ঔরংজেবের নির্দেশেই। কিন্তু এই নিয়েই সেই আইনজীবী জানায়, বহু বছর আগে জমিড় ভাগ হয়েছিল ঠিকই কিন্তু বেআইনি ভাবে তা আপোস করা হয়েছিল।

প্রথমে মথুরার দেওয়ানি আদালত এই মামলা খারিজ করে দেয়। কারণ হিসেবে আদালত দেখায়, ১৯৯১ সালের প্লেসেস অফ ওয়ারশিপ আইনের উল্লেখ করে। তাঁর সাথে ১৯৪৭ সালে এর ১৫ আগষ্ট যে ধর্মস্থল যেভাবে উপাসনা ছিল সেই চরিত্রে কোনো বদল ঘটানো যাবে না।

তবে হ্যা এই নিয়মের বাইরে রাখা হয়েছে রাম জন্মভূমি, বাবরি মসজিদকে। উত্তরপ্রদেশের কথা যদি বলা যায় তাহলে, সেটা সেই রাজ্যের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ কৃষ্ণ জন্মভূমি।

যোগী আদিত্যনাথ থেকে শুরু করে উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সরব হয়েছেন এই মন্দির বানানোর প্রসঙ্গে। এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মনে করা হচ্ছে এই মামলার শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এমন অন্তত ২০ টি জায়গা নিয়ে এমন মামলা হয়েছে। যেখানে এই ধরনের সমস্যা রয়েই গেছে।