সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাতের দিকে এভারেস্টে কিসের আওয়াজ? কি খুঁ’জে পেলেন বিজ্ঞানীরা?

রাতের এভারেস্টে রহস্যম্য আওয়াজ কিসের? যেটা নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। দীর্ঘদিন থেকেই এই রহস্য উন্মোচনের কাজ চলছে, কিন্তু সেই রহস্য কি উন্মোচন হল? একদল হিমবাহ বিজ্ঞানী এই আওয়াজের উৎস খুজে পেয়েছে।

হিমবাহ বিজ্ঞানী এভগেনি পডলসস্কি জানিয়েছে, এই যে রহস্যময় আওয়াজ হয় তার উৎস আমরা খুজে বের করেছি। তারা ও তাদের দল এক সপ্তাহ ধরে নেপালের দিকে থাকা হিমালয়ে ট্রেকিং করেছে। ত্রাকাডিং ও ত্রম্বো হিমবাহের হালচাল জানার জন্য গিয়েছিল তারা।

তিন সপ্তাহের বেশী সময় তারা সেখানেই কাটায়। আর তারপরে যে তথ্য উঠে এসেছে সেটা অবাক করার মতো। তারা হিমবাহের কম্পন মাপার জন্য সেন্সর বসান। তিন সপ্তাহের ওপরে কাটানো সময়, তাদের কাজে লেগেছে।

আরো খবর: গুলি কে চালালো? কালিয়াগঞ্জে যুবকের মৃ’ত্যু’তে BSF-কে নিয়ে প্রশ্ন তুললেন মমতা

কারণ তারা নিচে নেমে এসে সেই কম্পনের তথ্য পরীক্ষা করেন। আর সেখানেই জানা যায় আসল সত্যিটা। রাতে এভারেস্টে যে আওয়াজ হয় তার সাথে অত্যধিক ঠান্ডার একটি নিবীর সম্পর্ক রয়েছে।

কারণ রাতের বেলায় তাপমাত্রা অত্যধিক নেমে যাওয়ার কারণে বরফে যে ফাটলের সৃষ্টি হয়, তার কারণেই অদ্ভুত আওয়াজ সৃষ্টি হয়।