সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন ভাবে সা’জা’নো হ’লো রাজ্য বিজেপিকে, বড় দা’য়ি’ত্ব পেলেন রুদ্রনীল

রাজনীতি মহলে যেন এক এক করে গিরগিটির মতো রং বদলে যাচ্ছে, কখনও কখনও এই দলে কখন নিমেষের মধ্যে যে অন্য দলে। বিভিন্ন দলগুলির রাজনৈতিক কখন মুখগুলি পরিবর্তন হচ্ছে তা বুঝে উঠে যাচ্ছে না। সম্প্রতি বিজেপির দলে নতুন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ পদ পেলেন রুদ্রনীল ঘোষ।

বলাই যাচ্ছে এ যেন নতুন করে আবার বিজেপি দলকে সাজানো হচ্ছে। যে সময়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন তখনকার সমস্ত দায়িত্ব প্রাপ্ত রাজনৈতিক মুখ গুলিকে এবার বদল করে দেওয়া হয়েছে। বদলে ফেলা হয়েছে অমিতাভ চক্রবর্তী এবং সুশান্ত মজুমদারকে।

ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে রুদ্রনীল ঘোষ কে দেওয়া হয়েছে সংস্কৃতি সেলের দায়িত্ব, সেই দায়িত্ব এতদিন পর্যন্ত পালন করছিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। এছাড়া অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে রাখা হয়েছে রুদ্রনীলের সহ আধিকারিক হিসাবে।

আরো পড়ুন: এই বিয়ার বা’না’নো হয় প্র’স্রা’ব ও নোং’রা জল দিয়ে, জেনে নিন জনপ্রিয় ব্র্যা’ন্ডে’র না’ম

এই বিষয়ের রুদ্রনীল জানিয়েছেন, দেড় বছর ধরে তাঁর কাছে কোনো কাজ নেই। তিনি গত বছর বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেন এবং তারপর থেকেই তাকে দেওয়া কাজগুলি তাঁর কিছুতেই পছন্দ হচ্ছিল না ।

প্রায় ১৬ মাস যাবত তাঁর কোনো কাজ ছিল না। এমনকি তিনি দলে যোগ দেওয়ার আগে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন।

রুদ্রনীল জানান, “বিজেপি দলে যোগ দেওয়ার পর থেকেই তাঁর ক্ষেত্রে অনেক কিছুই বদলে গেল। কারণ ঘনিষ্ঠ কিছু পরিচালক শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা চেয়েছিলেন’ যেন তিনি বিজেপি ছেড়ে দেয়, বিজেপিতে যোগ দেওয়ার ফলে তাঁর অনেক বেশি সমস্যা হচ্ছিল পরে রোজগার করার সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেছিল।