সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই পদ্ধতিতে ফ্রিজ ব্যবহার করলে ইলেকট্রিক বি’ল ক’ম আসবে! জেনে নিন

আমরা এমন একটি জীবনে অভ্যস্ত যেখানে ইলেকট্রনিক্স জিনিস ছাড়া আমরা আমাদের জীবন ভাবতেই পারি না। যে কোন ইলেকট্রনিক্স জিনিস যেমন, ফ্রিজ, টিভি, গ্রিজার, আয়রন, এমন অনেক নানান ইলেকট্রনিক জিনিসকে ঘিরে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে।এগুলির মধ্যে অন্যতম হলো ফ্রিজ।

বাড়ির সকলের জন্য বিশেভাবে গৃহিণীদের জন্য খুবই উপকারী এই ফ্রিজ। ফ্রিজে শাকসবজি, রান্না করা খাবার, ঠান্ডা জল রাখা যায় খুব সহজে। এমনকি বেশি লোকজন এলে সে ক্ষেত্রে অসুবিধা হয় ফ্রিজ থাকলে। বেশি রান্না করে ফ্রিজে রেখে দিলে বাড়ির গৃহিণীদের খাটনি অনেকটাই কমে যায়। শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছর আমাদের প্রত্যেকের বাড়িতে সারাদিন ফ্রিজ চলে। তাই মাসের শেষে ইলেকট্রিক বিল দেখে স্বাভাবিকভাবেই মাথায় বাজ পড়ে যায়।

চলুন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক, কি কি কাজ করলে ফ্রিজের বিল কম আসতে পারে। ফ্রিজের রেগুলেটর পাওয়ার যত কম থাকবে বিদ্যুৎ বিল তত কম উঠবে। ফ্রিজের মধ্যে যত ফাঁকা জায়গা থাকবে, তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা তত কমে যাবে। তাই খালি ফ্রিজ না চালানো ভালো।

ফ্রিজের তাপমাত্রা ঠিক রাখতে গেলে জলের বোতলের সঙ্গে নুন মিশিয়ে রাখুন। এই পন্থা অবলম্বন করলে কখনো লোডশেডিং হলে ফ্রিজের মধ্যে আপনার খাবার নষ্ট হয়ে যাবে না।

গরম খাবার কখনো ফ্রিজে রাখবেন না, বাইরের টেবিলের কিছুক্ষণ রেখে তারপর ফ্রিজে রাখার চেষ্টা করবেন। অনেকক্ষণ ফ্রিজের দরজা খোলা রাখার ফলে অনেকটাই বেশি বিল আসে ফ্রিজের। ফ্রিজ খুলে রাখলে ভেতরে ঠান্ডা হাওয়া বেরিয়ে যায় এবং কম্প্রেসারের উপর চাপ পড়ে। তাই ফ্রিজ করার আগে চিন্তা করে নিন কি কি বার করবেন ফ্রিজ থেকে।