সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Air India-র পর ফে’র একটি সরকারি কোম্পানি চ’লে এ’লো TATA-র হাতে, জানুন নাম

সম্প্রতি এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে টাটা গ্রুপ। এবার ত্রয়ার ইন্ডিয়ার পর আরও একটি সরকারি কোম্পানি হতে চলেছে টাটা গ্রুপের নামে। সরকার সোমবার নীলাচল ইস্পাত নিগম লিমিটেড কে টাটা স্টিল লং প্রোডাক্টের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি 93.71% শেয়ারের জন্য টাটা স্টিল লং প্রোডাক্টের সর্বোচ্চ বিড অনুমোদন করেছে।

টাটা গ্রুপের সঙ্গে এই চুক্তিটি প্রায় 12,100 কোটি টাকার। NINL হল ওড়িশা সরকারের চারটি CPSE এবং দুটি রাজ্য PSU-র একটি যৌথ উদ্যোগ।কোম্পানিতে সরকারের কোনো ইক্যুইটি নেই। একটি আধিকারিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, PSU বোর্ডের অনুরোধের এবং ওড়িশা সরকারের সম্মতির ভিত্তিতে 8.1.2020 তারিখে NINL-র কৌশলগত বিনিয়োগ এবং ডিসইনভেস্টমেন্ট এবং পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের লেনদেন করার জন্য ‘নীতিগতভাবে’ অনুমোদন করা হয়েছে।

এই NINL হল 4 CPSE- MMTC, NMDC, BHEL, MECON এবং ওড়িশা সরকারের 2 PSU- OMC এবং IPICOL-এর যৌথ উদ্যোগ। এর আগে টাটা প্রায় সাত দশক পর এয়ার ইন্ডিয়া কিনে আকাশের মহারাজা হওয়ার পথে পা রেখেছে। দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রী এই অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করেছেন।