Home টাকাপয়সা LIC গ্রাহকদের জন্য বড় ঝ’ট’কা! এ মাসেই দুটি জনপ্রিয় স্কি’ম বন্ধ হ’য়ে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC গ্রাহকদের জন্য বড় ঝ’ট’কা! এ মাসেই দুটি জনপ্রিয় স্কি’ম বন্ধ হ’য়ে যাচ্ছে!

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন যেখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে বিনিয়োগ করে থাকে। দেশের সবথেকে পুরনো ও জনপ্রিয় একটি ইন্সুরেন্স কোম্পানি, তারা সর্বত্রই সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন স্কিম নিয়ে আসে বাজারে। শুধু কি সাধারণ মানুষ চাকরিজীবীরাও এই এলআইসির বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকে। তবে সাধারণ মানুষ ও চাকরিজীবী যারা বিনিয়োগ করেছেন lic তে তাদের জন্য একটি দুঃখের খবর।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে এলআইসির জনপ্রিয় দুটি স্কিম নাকি আগামীতে বন্ধ হতে চলেছে।সেই স্কিমদুটি হল প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা এবং ধনবর্ষা। মানুষ নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার দ্বারাই এই ধরনের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকে।

কিন্তু হঠাৎ করে এই ধরনের স্কিম বন্ধ হওয়ার খবর সামনে আসাতেই অনেকেই চিন্তায় পড়েছে। চলতি বছরের ৩১ মার্চ নাগাদ এই দুটি স্কিম বন্ধ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। আসলে প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে এই স্কিম নিয়ে এসেছিল এলআইসি, ২০১৭ সালের ৪ মে, প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা চালু করেছিল এল আই সি ।

আরো খবর: RPF-র হা’তে অপমানিত হলেন ব্যক্তি, অভি’মা’নে রেললাইনের “ফিসপ্লেট” খুললেন

এই স্কিমের নিয়ম অনুযায়ী প্রতি মাসে সর্বাধিক ৯২৫০ টাকা পেনশন পাওয়া যেত। তবে এই পেনশন পাওয়ার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে আগে। অর্থাৎ যত বেশি বিনিয়োগ তত বেশি পেনশন প্রতি মাসে। সরকারের তরফ থেকে এই স্কিমের মেয়াদকাল বাড়ানো হয় নি।

এই স্কিমে বছরে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়, সাথে যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তারা সর্বাধিক 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবে। এদিকে এর সাথে আরও একটি স্কিম বন্ধ হতে চলেছে যার নাম, এলআইসি ধন বর্ষা যোজনা। এই স্কিম একক প্রিমিয়াম পলিসি। এই স্কিমের সুবিধা একটাই ,বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি জীবিত ব্যক্তির ক্ষেত্রে দ্বিগুণ অর্থ প্রদান করে।