সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কমিশনের ভিত্তিতে ডাক বিভাগে কাজের সুযোগ, ন’য়া উ’দ্যো’গ ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাংকের

এই অর্থনৈতিক দুরবস্থার কারণে যদি ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যুক্ত হয়ে অর্থ উপার্জন করতে চান তাহলে তার সুযোগ করে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। ভারতবর্ষের যেকোনো প্রান্তের যেকোনো স্তরের মানুষ এই সুবিধা নিতে পারেন। এই উপার্জন পদ্ধতিতে প্রধানত কমিশনের ভিত্তিতে কাজ করবেন আমজনতা। তার জন্য লাইসেন্স দেওয়া হবে ডাক বিভাগের তরফ থেকে।

ডাক বিভাগের আওতায় থাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা আইপিপিবির তরফ থেকে প্রথমে লাইসেন্স জোগাড় করতে হবে আম জনতাকে। তাহলে এই সুযোগ নেওয়া যেতে পারে। আপনাকে যে কাজ করতে হবে তা প্রধানত ডাক সেবক বা ব্রাঞ্চ অফিসের কাজ। এই কাজের জন্য ব্লু প্রিন্ট তৈরি করছে ভারতীয় ডাক বিভাগ।

ডাক বিভাগের আওতায় থেকে যেহেতু কাজ করতে হচ্ছে তাই পোস্ট অফিস গুলিই হয়ে উঠছে কাজের ঠিকানা। সাধারণ গ্রাহক এখানে বসে যেমন পরিষেবা পেতে পারেন তেমনি বাড়ি বাড়ি গিয়ে লেনদেন এবং অন্যান্য পরিষেবা পৌঁছে দিতে পারেন এখানকার কর্মীরা। বিজনেস করেসপন্ডেন্ট হিসেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবার যুক্ত হতে পারেন ভারতীয় ডাক বিভাগের সঙ্গে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীও থাকছে এই তালিকায়।

এই পরিষেবা বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ মানুষের কাছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে রোজগারের পথ খুলে যাবে। তবে সে ক্ষেত্রে অবশ্য এই গ্রুপের সঙ্গে ব্যাংকের যোগাযোগ থাকতে হবে। দাঁড়া ডাকঘর প্রকল্পের এজেন্ট হিসেবে কাজ করছেন তারাও এই সুযোগ নিতে পারেন। গ্রাহকের আধার সংযোগের মাধ্যমে পরিষেবা পাওয়া যাবে। এজেন্টদের সেইমতো ট্রেনিং এবং যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থা ভারতীয় ডাক বিভাগের তরফ থেকেই করা হবে।