সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ৫০ টা’কা’তেই মিলছে স্টাইলিশ জামা ও টপ, পয়লা বৈশাখে এই বাজারেই ভি’ড় করছেন ক্রেতারা

পয়লা বৈশাখ মানেই বাঙালির কেনাকাটার হুড়োহুড়ি। চৈত্র সেলে দুর্গাপূজার মত কেনাকাটি করতে দেখা যায় মানুষজনকে। সবাই বলে থাকেন মহিলারাই শপিং করতে বেশি ভালোবাসেন কিন্তু পুরুষদের মধ্যেও নিজের পছন্দের জিনিস কেনার শখ ও কিছু কম নয়। চৈত্র সেলে বেশ কম দামে পোশাক পাওয়া যায় বলে, এই সময়ে অনেকেই প্রচুর কেনাকাটা করে রাখেন।

বাজারে নানা ট্রেন্ডিং পোশাকে ছেয়েও যায়। সামার ফ্যাশনে কেমন ধরনের টপ ট্রেন্ডিং তা কি আপনি জানেন? কোথায় সেসব টপ একদম অল্প দামে পাবেন, তাও কি খোঁজ রেখেছেন? জেনে নিন ঝটপট। মার্কেটে গেলে নানা রকমের স্টাইলিশ টপ এবং ট্রেন্ডি পোশাক আপনি দেখতে পাবেন এগুলো আপনি নিজের সংগ্রহে রাখতেই পারেন তবে সেটা যেনো এই গরমে পড়ার মতন হয় সেদিকে নজর রাখাও জরুরি।

তাই এই গরমে বেছে নিন আরামদায়ক ফ্যাব্রিক কাপড়ের পোশাক। সুতি, লিনেনের মতো ফ্যাব্রিকের টপ আপনি বেছে নিতে পারেন। একটু ঢিলে পোশাকই গরমে পরা ভালো। এতে আপনার ত্বকও ভালো থাকে।
আর যদি ট্রেন্ড মেনটেন করতে চান তাহলে কাট আউট টপ পরতে পারেন। এই ধরনের টপ এখন খুব ট্রেন্ডিং।

আরো খবর: আজ মঙ্গলবার, দেখে নিন কি বলছে আপনার রাশিফল (11.04.2023)

শিয়ার টপও রাখতে পারেন সংগ্রহে। এই টপ কিন্তু ট্রান্সপারেন্ট হয়, তাই ইনারের দিকেও নজর রাখতে হবে।
ল্যাভেন্ডার শেড এখন ট্রেন্ডিং। তাই ল্যাভেন্ডার রঙের টপ এবার চৈত্র সেলে অবশ্যই কিনুন। ক্রপড টপ সামার ফ্যাশনে সবসময়ই ইন। এথনিক ফিউশন টপও দারুণ পছন্দ সবার।

তবে আপনি স্টাইলিশ টপ পরতে গিয়ে নিজের স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোনওভাবেই সমঝোতা করবেন না। যেমন, আপনি হয়তো শিয়ার টপ পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, শুধু ট্রেন্ডের সঙ্গে পা মেলাতে গিয়ে এই টপ বেছে নেওয়ার কোনও প্রয়োজন নেই।

এবার আসা যাক এই প্রশ্নে যে কলকাতার মধ্যে কোথায় আপনি কম দামে এমন স্টাইলিশ পোশাক পাবেন।
এই কম দামে ভালো পোশাকের আর ট্রেন্ডি পোশাকের একটাই ঠিকানা কলকাতা নিউ মার্কেট এখানে আপনি। একশো টাকাতেও পেতে পারেন নানা ধরনের পোশাক।

এছাড়াও দক্ষিণ কলকাতায় গড়িয়া হাট মার্কেট রয়েছে এখানেও পেতে পারেন নানান ধরনের পোশাক খুবই কম দামে তবে অবশ্যই কাপড়ের কোয়ালিটি বুঝে নিতে ভুলবেন না।