সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরীক্ষার হলে মোবাইল থাকলেই ধ’রা দে’বে “ফ্রিকোয়েন্সি”, জয়েন্টের ধাঁ’চেই এবার উচ্চ মাধ্যমিক

রাজ্যের জয়েন্ট পরীক্ষায় আগের থেকেই ব্যবহার হত কিন্তু এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও ঠিক একই ব্যবস্থা গ্রহণ করা হবে। যাকে বলে পাইলট প্রজেক্ট, পরীক্ষাকেন্দ্রে যদি কেউ মোবাইল নিয়ে ঢোকে তাহলে রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টরএ সেটা ধরা পরবে। আর সেই কারণেই এবার ব্যবহার করা হবে এই পন্থা।

জানা যাচ্ছে অতি স্পর্শকাতর কেন্দ্র গুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এই নিয়ে গতকাল শুক্রবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, আর এফ ডি ব্যবহার করা হবে, তবে সব স্পর্শকাতর এলাকায় এখনি ব্যবহার করা যাচ্ছে না। পাইলট প্রজেক্ট হিসেবে একাধিক জেলায় এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

ইতিমধ্যেই কিন্তু জয়েন্ট পরীক্ষায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮৫৫০০০ জন। যেটা গতবারের থেকে কিছুটা বেশী। গতবার ছিল ৭৪৫০০০ জন। মাধ্যমিক পরীক্ষায় অবশ্য উলটো হয়েছিল ৪ লক্ষ পরীক্ষার্থী কম হয়েছিল এবার গতবারের তুলনায়।

আরো খবর: রাজ্যের বকেয়া টা’কা মি’টি’য়ে দিলো কেন্দ্রীয় সরকার, এবার কি DA দে’বে রাজ্য সরকার?

এখানে এবার ১ লক্ষ ২৭ হাজার পরীক্ষার্থী বেশী হয়েছে। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য মোট রাজ্যে ৮৩৫ টি মেইন সেন্টার বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্পর্শকাতর সেন্টার নির্ধারণ করা হয়েছে, যার ফলে পর্ষদের ব্যবস্থা গ্রহন করতে সুবিধা হবে।