সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুলি কে চালালো? কালিয়াগঞ্জে যুবকের মৃ’ত্যু’তে BSF-কে নিয়ে প্রশ্ন তুললেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার মাওলদায় সভা করতে এসে রাজ্যের আইন শৃঙ্খলা মনে করিয়ে দিলেন। বি এস এফের বাড়াবাড়ি দেখলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পুলিশকর্মীদের তিনি সমস্ত কিছু মনে করিয়ে দিলেন।

কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করলে তাদের ছেড়ে দেওয়া হবে না। কালিয়াগঞ্জে যুবকের গুলি করার পেছনে বি এস এফের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। মালদার প্রশাসনিক সভায় তিনি বলেন, আমি পুলিশ, ডি এম, বিডিও দের বলব মনে রাখবেন আপনারা রাজ্যের সরকারী কর্মচারী।

রাজ্যে কিন্তু আপনারা পাওয়ারফুল, কেন্দ্র নয়। আপনার এলাকায় ঢুকে যদি বি এস এফ কোনো রকম অনাচার করে তাহলে এফ আই আর করে কড়া ব্যবস্থা গ্রহণ করুন। এটা মাথায় রাখবেন বি এস এফের অত্যাচার আমরা সহ্য করব না।

আরো খবর: চিনি প্রতি কেজি বি’কো’চ্ছে মাত্র ১৪০ টা’কা’য়! চা পান করতে গিয়ে হাত কাঁ’প’ছে লোকজনদের

এরপরেই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জের মৃত্যঞ্জন বর্মনের মৃত্যুর কারণ বলেন, যে গুলি টা কে করেছে? এতে বি এস এফের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। আমি তো শুনেছি গ্রামটা নাকি বি এস এফ নিয়ন্ত্রণ করে।

এটা কি সত্যি? বি এস এফরা এখন বর্ডার সংলগ্ন এলাকার গ্রাম গুলোতে অত্যাচার শুরু করেছে। আমার কাছে খবর আছে। আমি রাজ্যের পুলিশদের বলব এই নিয়ে তদন্ত হওয়া উচিৎ। গুলিটা কে চালালো?