সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিনি প্রতি কেজি বি’কো’চ্ছে মাত্র ১৪০ টা’কা’য়! চা পান করতে গিয়ে হাত কাঁ’প’ছে লোকজনদের

চিনির দাম আকাশ ছোয়া, তার জন্য এবার চায়ে চিনি দিতে এক প্রকার দ্বিধা বোধ করছে মানুষ। মূল্যবৃদ্ধির জেড়ে একেবারে রীতিমতো মাথায় হাত সাধারণ মানুষের। কখনও চিনির দাম এত হতে পারে সেটা মানুষ কখনই ভাবে নি। চিনির কেজি প্রতি মূল্য ১৪০ টাকা।

যেটা অবিশ্বাস্য একটি ব্যাপার। আর এই অবিশ্বাস্য কান্ড ঘটেছে বাংলাদেশে। সেখানে খুচরো প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না বলেই এই পরিস্থিতি। গত সপ্তাহে চিনির কেজি প্রতি দাম ছিল ১২০-১২৫ টাকা। সেটাই ক্রেতাদের কিনতে হচ্ছে ১৩৫-১৪০ টাকা কেজি দরে।

চিনি দৈন্দন্দিন ব্যবহারের সামগ্রী, এর দাম এমন আকাশ ছোয়া হলে সত্যিই সাধারণ মানুষের অনেকটাই মুশকিল হবে। ব্যবসায়ীরা জানাচ্ছে, ঈদের পর থেকে চিনির সরবরাহ নেই তেমন, কোম্পানি অন্য সমস্ত সামগ্রীর অর্ডার নিচ্ছে ঠিকই কিন্তু চিনির যে সরবরাহ নেই সেটা তারা জানিয়ে দিচ্ছে।

আরো খবর: আজ চন্দ্রগ্রহণ, এই কাজগুলো করে একদম ভু’ল করবেন না

ইতিমহদ্যে ভাড়ারে থাকা চিনির স্টক ক্রমশই কমে যাচ্ছে, যেটা সবাইকে চিন্তার মধ্যে ফেলছে। দেখা গেছে গত ফেব্রুয়ারী মাস থেকেই চিনির মূল্যবৃদ্ধি শুরু হয়েছে বাংলাদেশে।

দেশীয় উতপাদনের দ্বারা চিনির চাহিদা মেটানো সম্ভব নয়, তাই বাংলাদেশকে বিদেশ থেকেই চিনি আমদানী করতে হবে তবে ডলারের দামের কারণে সেটাও কমে গেছে।