সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ চন্দ্রগ্রহণ, এই কাজগুলো করে একদম ভু’ল করবেন না

চন্দ্রগ্রহণ হিন্দু শাস্ত্রে অত্যন্ত খারাপ হিসেবে বিবেচিত হয়। মনে করা হয় রাহু কেতুর খারাপ গোচরের প্রভাবে এই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যদিও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না ভারত বর্ষ থেকে। প্রতিটি গ্রহনেই কিছু কিছু নির্দিষ্ট নিয়মবিধি মেনে চলতে হয়।

যেমন এবারের গ্রহণেও শাস্ত্রজ্ঞরা জানিয়ে দিয়েছেন কি কি করতে পারবেন আর কি পারবেন না। চন্দ্রগ্রহণে কয়েকটি ভুল করলে সারা জীবন সেই ভুলের মাশুল গুনে যেতে হবে।

যেমন বছরের প্রথম চন্দ্রগ্রহণে আজ একেবারেই রাগ করবেন না। চন্দ্র গ্রহণের এই সময় কিছু না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। চন্দ্রগ্রহণের সময় যেকোনো ধরনের পুজো কিংবা মাঙ্গলিক কাজ করা একেবারেই নিষিদ্ধ বলে মনে করা হয়।

আরো খবর: হঠাৎ করেই ৪৫ ডিগ্রির তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে! কোন ম্যাজিক কা’জ করলো দিল্লিতে?

চন্দ্রগ্রহণের সময় প্রয়োজন না পড়লে কখনো ঘর থেকে বেরোবেন না এতে খারাপ প্রভাব পড়তে পারে বলেই মনে করা হয়। নেতিবাচক শক্তি বেশি থাকায় এই সময় কোন রকম ভাল কাজ করবেন না।

গ্রহণের সময় স্বামী স্ত্রীর মধ্যে মিলন করা কখনোই উচিত নয়। গ্রহণের সময় কোন তরল পদার্থ গ্রহণ করবেন না। এই সময় বিশেষ করে শাস্ত্রীয় এবং ধর্ম পড়া উচিত।