সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হঠাৎ করেই ৪৫ ডিগ্রির তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে! কোন ম্যাজিক কা’জ করলো দিল্লিতে?

সারা দেশ জুড়েই গরমের তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। প্রখর রোদে রাস্তায় বেরিয়ে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।দেশের বিভিন্ন অংশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও বাড়ছে । এই অবস্থায় হিট স্ট্রোকের আশঙ্কাও দেখা দিয়েছে।

কিন্তু ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল দিল্লি। গতকাল, বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। মে মাসে এত কম তাপমাত্রা একেবারেই আশা করা যায়না দিল্লিতে। গত ৪১ বছরে মে মাসে সর্বনিম্ন তাপমাত্রা এটি। কেন প্রকৃতির এই খামখেয়ালিপনা?

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দিল্লিতে। মেঘলা আকাশ বিরাজ করছে।এর ফলেই ফলে দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় এতটা নেমে গিয়েছে। সঙ্গে যোগ হয়েছে কুয়াশা। এইরকম মনোরম আবহাওয়া পেয়ে খোসমেজাজে রয়েছেন দিল্লির বাসিন্দারা।

আরো খবর: বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের টাইম ব’দ’ল করা হলো, জানুন পরিবর্তিত সময়

কি এই পশ্চিমীঝঞ্ঝা?

শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণবাত নিজের সঙ্গে জলীয় বাষ্প পূর্ণ মেঘ বহন করে নিয়ে আসে। এই মেঘের প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর রাজ্যে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চল সমূহে তুষারপাত ঘটে।

এই ঘটনাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলা হয়। পশ্চিম দিক থেকে আগত ঘূর্ণবাতের প্রভাবে সাধারনত শীতকালীন বৃষ্টিপাত হয়। শীতকালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিঘ্নিত হয় বলেই এর নাম পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা।