সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tata Group: দেশের এই ব’ড়ো ব’ড়ো কোম্পানিগুলির পিছনে আ’ছে টাটা গ্রুপের অ’র্থ, আপনি জানতেন কি?

এ দেশের সবথেকে পুরনো ব্যবসায়িক Conglomerate-গুলির মধ্যে অন্যতম হল Tata Group। Tata Group-এর মালিক রতন টাটার অবদান তো কমবেশি আমাদের সকলেরই জানা।

এই Tata Group কেবলমাত্র একটি গাড়ি কোম্পানি নয়। Tata Motors ছাড়াও অন্যান্য অনেক সংস্থায় এই Group-এর বিনিয়োগ আছে৷ বছরের পর বছর ধরে টাটার নাম জগৎ জোড়া।

আগের মতো না হলেও Tata Group-এর প্রাধান্য এখনও চোখে পড়ার মতো। দেশের যে সমস্ত সংস্থায় Tata Group-এর বিনিয়োগ রয়েছে আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই বিশদে জানাব আপনাদের।

আরো পড়ুন: কোনটি আসল বাবুল? দলবদল হতেই ব’দ’লে গে’ছে বেশ ভূষা

সংস্থাগুলির মধ্যে অন্যতম 1 MG কিংবা Tata Consultancy Service (TCS)। লক্ষ লক্ষ মানুষ এই কোম্পানির অধীনে কাজ করেন। আইটি জগত ছাড়াও এমন অনেক সংস্থা রয়েছে যেগুলি টাটাদের পৃষ্ঠপোষকতায় চলে৷

• এই তালিকায় প্রথমেই উঠে আসে Air India-র নাম। ভারত সরকার অক্টোবর মাসে এই সংস্থার নিলাম আয়োজন করেছিল। আর তখনই অর্থাৎ গত জানুয়ারি মাসেই ভারত সরকারের কাছ থেকে এই সংস্থাকে টাটা নিলামে কিনে নিয়েছে।

• বিশিষ্ট ওষুধ পরিবাহী সংস্থা 1 MG-ও চলে Tata Group-এর হাত ধরে।

• এছাড়া Tata Cliq এর পিছনেও রয়েছে টাটারা৷

• বিশিষ্ট ঘড়ি কোম্পানি Titan এর মালিক টাটারাই৷

আরো পড়ুন: ২০০ কোটি টা’কা বকে’য়া স্বাস্থ্যসাথী প্রকল্পের, আর পরিষেবা নয় জানিয়ে দি’লো ২০ টি হাসপাতাল

এই বিষয়ে Tata Group কিছুটা ঠাট্টা-তামাশা করেছে টুইটার হ্যান্ডেল থেকে একটি মজার জিনিস পোস্ট করে লেখে, “হাত তুলুন যদি আপনি জানেন, এই সংস্থাগুলির পিছনে আমরা আছি।”

সূত্রের খবর, সম্প্রতি টাটারা দেশজুড়ে এই ডিজিটাল পেমেন্টের যুগে দাঁড়িয়ে UPI ব্যবসায় নামতে চলেছে। অন্যান্য বারের মতো এবারেও এই ব্যবসায় তারা বাজিমাত করবে এমনটা তো আশা করাই যায়।