সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০০ কোটি টা’কা বকে’য়া স্বাস্থ্যসাথী প্রকল্পের, আর পরিষেবা নয় জানিয়ে দি’লো ২০ টি হাসপাতাল

স্বাস্থ্যসাথী পরিষেবা এবার আর বকেয়া টাকা না মিললে আর দেওয়া সম্ভব হবে না। রাজ্যের ২০টি বেসরকারি হাসপাতাল নবান্নকে একত্রে একথা সাফ জানিয়ে দিল।

কথা ছিল বিল জমা দেওয়ার ২০ দিনের মধ্যেই টাকা মেটাবে রাজ্য সরকার। কিন্তু রাখা হয়নি সে কথা। ২০ দিন কেন, ৩ মাস পেরোলেও পেলেনি একটা ফুটো কড়ি।

বিলের বোঝা বাড়তে বাড়তে বেসরকারি হাসপাতাল গুলোর সরকারের কাছে পাওনা প্রায় ২০০ কোটি টাকা। তাই এবার যে আর সম্ভব নয় তা সাফ জানিয়ে দিল বেসরকারি হাসপাতালের একটি সংগঠন।

আরো পড়ুন: OMG: ৮৪ বছরের বৃদ্ধ মা হতে পারবেন! রি’পো’র্ট ঘি’রে চা’ঞ্চ’ল্য

২০টি বেসরকারি হাসপাতালের ওই সংগঠন স্বাস্থ্য দপ্তরে চিঠি লিখে জানিয়েছে যে, ২০০ কোটি টাকার ওই বিল আগে মেটানো না হলে স্বাস্থ্য সাথী পরিষেবা আর দেওয়া হবে না সেখানে।

একই সঙ্গে স্বাস্থ্যসাথীর প্যাকেজের দাম বৃদ্ধির দাবিও তোলা হয়েছে। ওই বিল মেটানোর জন্য সরকারকে নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে হাসপাতাল গুলি। ২০ দিনের মধ্যেই বকেয়া টাকা ফেরাতে হবে সরকারকে।

আরো পড়ুন: কর্মীর কাজে খুশি হয়ে মা’ত্র ১৫০০ কোটি টা’কা’র গিফ্ট মুকেশ আম্বানির, কি পুরস্কার দিলেন জেনে নিন

হাসপাতাল গুলির দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে চুক্তি হওয়ার কারণেই এতদিন মানুষকে পরিষেবা দিয়ে আসা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই একটা টাকাও দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। একই সঙ্গে কোভিডের আগের সময়ের নির্ধারিত প্যাকেজে কোভিড পরবর্তী পরিস্থিতিতে পরিষেবা দেওয়াও সম্ভব হচ্ছে না।