সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘার আকাশ কা’লো মেঘে ঢেকেছে, বইছে ঠান্ডা হাওয়া, পৌঁ’ছে গে’লো NDRF

অশনি ঘূর্ণিঝড়ের দাপট যেন সময়ে সাথে সাথে বেড়েই চলেছে, যার কারণেই সমুদ্র তীর বরাবর সাধারণ মানুষকে নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে তট্রক্ষীবাহিনীদের মহড়া শুরু হয়ে গেছে হলদিয়ায়।

দিঘা, শঙ্করপুর, সহ সমস্ত সমুদ্র সংলগ্ন এলাকা জুড়ে মাইকিং শুরু করা হয়েছে। আকাশের এখন যেনো কোনো ভরসা নেই, চোখের পলকে আকাশের রূপ বদল হচ্ছে।

গতকাল সোমবার যেমন কখনও বৃষ্টি আবার কখনও রোদের ঝলক দেখা যাচ্ছিল আকাশে। কিন্তু আজ মঙ্গলবার এমনটা হবার নয় বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: বয়স যখন ৫ তখনই মাকে হা’রি’য়ে’ছেন, পরাণ বন্দোপাধ্যায়কে কোলেপিঠে মা’নু’ষ করেছেন পিসি

উপকূলীয়বর্তী জেলাগুলোতে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে, সবাই যেন নিরাপদ স্থানে গিয়ে থাকে, সমুদ্রের ধার বরাবর যাদের বাড়ি তারা যেন কোনোভাবেই আর সমুদ্রের দিকে না যায়, তাছাড়া মতসজীবীদের সমুদ্রে যেতেও না করা হয়েছে।

ইতিমধ্যেই ২৫ টি ব্লকে সতর্কবার্তা জারি করা হয়েছে, দুর্যোগ এলে সমস্ত দফতরের মধ্যে যাতে সমন্বয় বজায় থাকে সেই নিয়েও বার্তা দেওয়া হয়েছে। সমস্ত বিষয়ের ওপরেই নজর রাখা হবে মহকুমা, ব্লক, জেলা অফিস গুলো থেকে।

ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম। যাতে বহুমুখী ভাবে ঘূর্ণিঝড়ের পর নিরাপদ আশ্রয় ঠিকঠাক ভাবে আশ্রয় রাখা যায়, সেই ব্যবস্থাও হচ্ছে। দিঘা ও জনপুটে মোতায়েন থাকার কথা এন ডি আর এফ টিম।

আরো পড়ুন: এই রাশির জাতকরা ব’ড়ো বেতনের চাকরি পাবেন, গ্রহের অবস্থান বদলে জীবনে পরিবর্তন ঘ’ট’বে!

পর্যটকদের কথা মাথায় রেখেই দীঘার সমুদ্রে স্নান করতে বারণ করা হয়েছে। সমস্ত দিক থেকে চলছে নজরদারী। মানুষ পুরোনো স্মৃতি এখনও ভুলতে পারে নি। তাঁর মধ্যেই আবার এই ঘূর্ণিঝড়ের আগমন। একেবারে ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে।

এর অভিমুখের বদল ঘটার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। যার কারণে উপকূলের জেলাগুলোতে দারুণ একটা প্রভাব পরতে চলেছে।

এদিকে ঝড় মোকাবিলা করার জন্য যা যা দরকার সমস্ত কিছুই তৈরী রাখা হয়েছে, ৪ টি হোভারক্রাফট, ২ টি উদ্ধারকারি জাহাজ ও ২ টি এয়ারক্রাফট সমস্ত কিছুই প্রস্তুত রাখা হয়েছে।