সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ত্র পাঁচ দিনের ব্যবধানে দুবার প্রে’গ’নে’ন্ট! চিকিৎসক ম’হ’লে সবথেকে ব’ড়ো বি’স্ম’য়

ঈশ্বর মানুষের শরীর বড়ই বিচিত্র ভাবে তৈরি করেছে। কখনো কখনো আমাদের শরীরে এমন ঘটনা ঘটে যা আমাদের কে অবাক করে তোলে। সম্প্রতি আমেরিকার এক মহিলার সাথে এক অবিরল ঘটনা ঘটতে দেখা যায়।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ওই মহিলা পাচ দীনের ব্যবধানে দুই বার অন্তঃসত্ত্বা হন।বছর ২৫ এর ওডালিস এমন টা জানতে পেরে প্রথমে খুব ঘাবড়ে যান। তিনি জানান ২০২০ সালে একবার গর্ভপাত হয় তার।

কিন্তু সেই বছরই নভেম্বর মাসে তিনি পুনরায় অন্তঃসত্ত্বা হন। স্ক্যানের মাধ্যমে জানতে পারেন একটি নয়, দুটি সন্তানের মা হতে চলেছেন তিনি। কিন্তু তারা যমজ নয়। একই সপ্তাহে বিভিন্ন সময়ে গর্ভে এসেছেন তারা।

আরো পড়ুন: মা’থা কে’টে সরিয়ে ফে’লা হলো প্রেসিডেন্ট পুতিনের, গোটা অংশ ঢো’কা’নো হ’লো বাক্সে!

গবেষণার মাধ্যমে জানা যায় এই ঘটনা খুবই বিরল। ০.৩% মহিলাদের মধ্যে এটি ঘটতে পারে যা প্রায় অসম্ভবের ই সমপর্যায়।দুই সন্তানের প্রসবের তারিখে ও ভিন্ন রাখা হয়।

একটি শিশুর ৪০ সপ্তাহ পরিনত হওয়ার ২ দিন পরে ও অন্য শিশুর ৪০ সপ্তাহ বয়সের ২ দিন আগে প্রসব করানো হয়। সন্তানের মা ও বাবা প্রথমে খুব ঘাবড়ে গেলে ও পরে তারা আনন্দিত হন।