সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক বোতল ম’দ খেয়েও কোনো নে’শা হয়নি! স্বরাষ্ট্রমন্ত্রীকে সোজাসুজি না’লি’শ ঠুকলেন যুবক

ইদানিং পরিষেবা ক্ষেত্রে কোনো অভাব অভিযোগ থাকলে টলিউড তারকাদের সরাসরি রাজ্য অথবা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানাতে দেখা যাচ্ছে সরাসরি।

তবে সাধারণই বা পিছিয়ে থাকবেন কেন? সম্প্রতি ভেজাল মদ কিনে খেয়ে নেশা না হওয়ার কারণে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন এক ব্যক্তি! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। এমন একটি ঘটনা নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছে।

মদ কিনে খেয়ে নেশা না হওয়ার কারণে বিরক্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তাই তিনি প্রশাসনকে নিজের অভিযোগ জানিয়ে কড়া চিঠি পাঠান। নিজের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার এবং আবগারি দপ্তরের দ্বারস্থ হয়েছেন তিনি।

আরো পড়ুন: ম’দ্য’পান করতে বা’ধা, বাবাকে ইঁট দিয়ে থেঁ’ত’লে মে’রে ফেললেন ছেলে

প্রয়োজনে কনজিউমার ফোরামে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ঐ ব্যক্তি। লোকেন্দ্র সোঠিয়া নামের ওই ব্যক্তি 12 এপ্রিল ক্ষীর সাগরের একটি দোকান থেকে চার বোতল দেশী মদ কিনেছিলেন।

বাড়ি ফিরে এক বোতল মদ পান করার পরেও তার নেশা হয়নি। যে কারণে তিনি বেজায় রেগে যান। তখনই তিনি প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত নেন। এরপর প্রমাণ হিসেবে দু বোতল ভেজাল মদ তিনি নিজের কাছেই রেখে দেন।

এরপর সরাসরি প্রশাসনের দ্বারস্থ হন ওই ব্যক্তি। তবে তিনি জানিয়েছেন আগামী 6 জুনের মধ্যে যদি প্রয়োজনীয় কোনো ব্যবস্থা না নেয় প্রশাসন তাহলে তিনি সরাসরি উপভোক্তা ফোরামে গিয়ে নিজের অভিযোগ জানাবেন। তখন প্রমাণ হিসেবে তার কাছে থাকা দু বোতল মদ কাজে লাগবে বলে তিনি মনে করছেন।