সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের টাইম ব’দ’ল করা হলো, জানুন পরিবর্তিত সময়

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে বেশ কিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। অনেক সময় ক্রসিং থাকার কারণে বা একই সময় একাধিক ট্রেন চলার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। যাত্রীদের এই সমস্যা থেকে রেহাই দিতেই সময়সূচির এই পরিবর্তন।

১৩১৫৯/১৩১৬০ নং কলকাতা-যোগবাণী-কলকাতা এক্সপ্রেসের (ত্রি-সাপ্তাহিক) টাইমিং বা সময়সূচী পরিবর্তন করা হয়েছে । ০৮ মে, ২০২৩ থেকে ১৩১৫৯ নং কলকাতা-যোগবাণী এক্সপ্রেস ট্রেনটি হরিশ্চন্দ্রপুর, কাটিহার, পুর্নিয়া, আরারিয়া কোর্ট, ফরবেশগঞ্জ জং ও যোগবাণী স্টেশনে নতুন সময়সূচী অনুযায়ী চলাচল করবে।

যোগবাণী স্টেশনে ট্রেনটির পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে ১০.২৫ ঘণ্টায়। ০৯ মে, ২০২৩ থেকে ফেরার সময় ১৩১৬০ নং যোগবাণী-কলকাতা এক্সপ্রেস ১৫.০০ টায় যোগবাণী থেকে রওনা দিবে।

১২৪৮৮/১২৪৮৭নং আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ০৮ মে, ২০২৩ থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে। কাটিহার, পুর্নিয়া, আরারিয়া কোর্ট, ফরবেশগঞ্জ জং. ও যোগবাণী স্টেশনের সময় পরিবর্তন করা হয়েছে।

আরো খবর: CBI তদন্ত এবার বন্ধ করুন, মা’ম’লা সরতেই আ’র্জি জানালো রাজ্য সরকার

ট্রেনটি যোগবাণী স্টেশনের সময় ০৭.৩৫ টা এবং যোগবাণী থেকে ২০.৪৫ টায় রওনা দিবে। ০৮০৪৭/০৮০৪৮ নং সাঁতরাগাছি-গুয়াহাটি-সাঁতরাগাছি সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনটি ৫ মে থেকে ৩০ জুন, ২০২৩ পর্যন্ত প্রত্যেক শুক্রবার সাঁতরাগাছি থেকে গুয়াহাটির উদ্দেশে ছাড়বে এবং ০৬ মে থেকে ০১ জুলাই, ২০২৩ পর্যন্ত ০৮০৪৮নং (গুয়াহাটি-সাঁতরাগাছি) সাপ্তাহিক সামার স্পেশাল ট্রেনটি প্রত্যেক শনিবার গুয়াহাটি থেকে সাঁতরাগাছির উদ্দেশে রওনা দেবে।

এছাড়াও, ০৭৯০২/০৭৯০৩ নং লিডু-ডিব্রুগড় টাউন-লিডু ডেমু স্পেশাল ট্রেনের সময়সূচীর পরিবর্তন করা হয়েছে।