সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঐতিহ্য’বাহী রাম’কেলি মেলা নি’য়ে প্রশা’স’নি’ক বৈ’ঠ’ক মালদা প্রশা’স’নি’ক ভ’ব’নে

ঐতিহ্যবাহী রামকেলি মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক মালদা প্রশাসনিক ভবনে

মালদা,২৭ মে : ঐতিহ্যবাহী রামকেলি মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বিভিন্ন দপ্তর, পুলিশ, মন্দির কমিটি ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়।

গত দুই বছর করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল ঐতিহ্যবাহী রামকেলি মেলা। এবছর করোনা কাটিয়ে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক গৌড়ে রামকেলি মেলা। আগামী ১৪ জুন প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন হবে রামকেলি মেলার। সাত দিন ধরে চলবে এই মেলা। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনিক বৈঠকে আলোচনা করা হয়।

উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিশ্বজিৎ বারিক, জেলা পুলিশের আধিকারিক সহ মেলা কমিটির সদস্যরা। এই দিনের বৈঠকে রামকেলি মেলা নিরাপত্তা, পুলিশ প্রশাসনের ভূমিকা, সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।