সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই যুবতীর বয়স ২২, কিন্তু দেখলে ম’নে হ’বে মাত্র ৮ বছরের বাচ্চা মেয়ে, কারণ জেনে নিন

আজ আপনাদের সাথে এমন এক মেয়ের কথা শেয়ার করতে চলেছি যার নাম শওনা রে। ২২ বছর বয়সী এই যুবতীকে দেখলে মনে হবে সে যেন ঠিক ৮ বছরের একটি শিশু। তবে এমন মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। শওনার যখন মাত্র ৬ বছর বয়স, তখন তিনি এক বিরল ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

আর তখন কেমোথেরাপিতে তাঁর শরীরে থেকে ক্যান্সার বিদায় নিলেও তাঁর পিটুইটারি গ্রন্থি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটি তখন থেকে সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। পিটুইটারি গ্রন্থি (Pituitary Gland)-র অপর নাম মাস্টার গ্ল্যান্ড। কারণ মস্তিষ্ক, ত্বক, এনার্জি, মুড, প্রজনন অঙ্গ, দৃষ্টি, উচ্চতা সহ বেশকিছু বিষয়ে সরাসরি প্রভাব রয়েছে পিটুইটারির।

এটি শরীরের অন্যান্য হরমোন গ্রন্থি যেমন থাইরয়েড, আর্ডেনাল, ডিম্বাশয় এবং অণ্ডকোষ ইত্যাদিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। সেই সাথে বেশকিছু হরমোনও তৈরি করে পিটুইটারি গ্রন্থি।

আরো পড়ুন: আমেরিকার এই Youtuber-র চ্যানেল সমাধান করে দিলো ১০ মাস পুরানো কেস, ব্যর্থ হয়েছিল পুলিশও

‘দ্য সান’-এর রিপোর্ট থেকে জানা গেছে, আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন নিয়েও কোনো লাভ হয়নি। ১৬ বছর বয়সে শওনা জানতে পারেন যে তাঁর শরীরের স্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয়। বর্তমানে তাঁর উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি।

আর তারপর থেকে এই উচ্চতাজনিত সমস্যা কখনোই শওনার পিছন ছাড়ে না। তারমধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটি, তা হল, তিনি কারোর সঙ্গে ডেটে যেতে পারেন না। এ প্রসঙ্গে শওনার একটি বক্তব্য সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। সেখানে জানা গেছে, তাঁর শেষ সম্পর্কটিও নাকি এই কারণেই ভেঙে গিয়েছে কারণ তাঁর বয়ফ্রেন্ড তাঁকে রেস্তোরাঁয় নিয়ে যেতে চাইতেন না।