সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার এইসব জেলাগুলোতে বৃষ্টির প্র’কো’প বা’ড়’বে, কি বললো হাওয়া অফিস জানুন

শীতের মরসুমে চোখ রাঙাচ্ছে মেঘলা আকাশ। আগামী কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে। আগামীকাল থেকে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 ই জানুয়ারি সকাল পর্যন্ত বৃষ্টিপাত চলবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর ,ঝাড়গ্রাম দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত হবে না। তবে 16 ই জানুয়ারি থেকে আকাশ থাকবে পরিষ্কার। দক্ষিণবঙ্গে 48 ঘণ্টায় রাতের তাপমাত্রা কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানানো হয়েছে। 48 ঘন্টা পর থেকে ফের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রী নামতে পারে। এতে ঠান্ডা সামান্য বাড়বে।

উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হবে। রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী বাড়তে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে অবশ্য জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আগামী 16 জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার রাজ্যে প্রবেশ করতে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়া বিভাগ। হাওয়া অফিস সূত্রে খবর, 16 জানুয়ারির পর রাজ্যে আবহাওয়ার ভালো রকম পরিবর্তন হতে পারে।