সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার এই Youtuber-র চ্যানেল সমাধান করে দিলো ১০ মাস পুরানো কেস, ব্যর্থ হয়েছিল পুলিশও

প্রায় 10 মাস আগে আমেরিকার একটি পরিবারের এক মহিলা নিখোঁজ হয়েছিলেন। মহিলাটির নাম মারগারেট জন শপ স্মিথ। তিনি নিখোঁজ হওয়ার পর তাঁর সম্পূর্ণ পরিবার চেষ্টা করেছিল তাঁকে খুঁজে বের করার। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা থানায় যান।

কিন্তু থানায় অভিযোগ দায়ের করেও কোনো লাভ হয়নি, কারণ তাঁর খোঁজ পাওয়া যায়নি। এভাবে অনেকটা দিন কেটে যাওয়ার পর শেষে ওই পরিবারের এক সদস্য এক ইউটিউব চ্যানেলে তার সাথে ঘটে যাওয়া এই রহস্য ভেদ করলেন। চ্যানেলটির নাম ‘Adventure with Purpose’। এই চ্যানেলটির কর্মকর্তাদের প্রচেষ্টাতেই ওই মহিলার গাড়িটিকে খুঁজে বের করা সম্ভব হয়েছে।

ওই ইউটিউব চ্যানেলের দুই পরিচালক হলেন জোস ক্যান্টু ও কারসন ম্যাকমাস্টার। তারা গত 2 ফেব্রুয়ারি তাদের এই অ্যাডভেঞ্চার চ্যানেলে ভিডিওটি আপলোড করেছেন। এতে তারা জানান যে নিখোঁজ মহিলা অর্থাৎ মারগারেট জন শপ স্মিথের গাড়িটি জলের নিচে অর্থাৎ জল থেকে ছয় ফুট গভীরতায় একটি হ্রদে পাওয়া গেছে।

আরো পড়ুন: তরুণীর জে’দে’র সামনে নতিস্বীকার রেলের, এক যাত্রী নিয়েই ৫৩৫ কিমি রাস্তা পাড়ি রাজধানী এক্সপ্রেসের

তারপর তারা এই গাড়িটিকে পুলিশের হাতে তুলে দিতে পুলিশ এই গাড়ির ভেতর থেকে একটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া লাশ উদ্ধার করেন। এখন শুধুমাত্র এই লাশের ডিএনএ টেস্টের অপেক্ষা। ডিএনএ টেস্ট হলেই বোঝা যাবে যে এই মৃত ব্যক্তি আদৌ মার্গারেট না অন্য কেউ। অতএব সম্পূর্ণ ঘটনাটি হল এই যে – গতবছর 2 এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার সময় ফ্লোরিডার ল্যান্ডে মার্গারেটকে শেষ দেখা গিয়েছিল। তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু শেষমেষ তিনি আর বাড়ি ফেরেননি।