সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তরুণীর জে’দে’র সামনে নতিস্বীকার রেলের, এক যাত্রী নিয়েই ৫৩৫ কিমি রাস্তা পাড়ি রাজধানী এক্সপ্রেসের

মনের জোর থাকলে এবং দৃঢ় আত্মবিশ্বাস থাকলে যেকোনো লক্ষ্য পূরণ করা যায়। লক্ষ্য যতই বড় হোক না কেন, যদি নিজে ঠিক থাকা যায় তাহলে যে কোন মানুষকে মাথা নত করতে বাধ্য করানো যায়। এমনই একটি ঘটনা ঘটল সম্প্রতি রাজধানী এক্সপ্রেসে। b.h.u. তে আইন পাঠরত এক মেয়ে যার নাম অনন্যা, তিনি রাঁচিতে ফিরছিলেন রাজধানী এক্সপ্রেস করে।

ট্রেন ছাড়ার সময় ট্রেনে ছিল ৯৩০ জন যাত্রী। কিন্তু তার মধ্যে ডালটনগঞ্জ নেমে বাসে করে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন ৯২৯ জন যাত্রী। বাকি পড়েছিলেন শুধুমাত্র অনন্যা। কিন্তু তার গন্তব্য যে রাচি। এমতাবস্থায় একজন যাত্রী নিয়ে ট্রেন রাচি যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে। বিপাকে পড়ে যায় অনন্যা।

তাকে নেমে যেতে বলা হয়। কিন্তু অনন্যা বলে, তিনি যখন টিকিট কেটেছেন তাহলে ট্রেনের দায়িত্ব তাকে গন্তব্যে পৌঁছে দেওয়া। অনন্যা নিজের সিদ্ধান্তে এতটাই অনড় ছিলেন যে শুধুমাত্র একজন যাত্রীকেই নিয়ে রেলের ইতিহাসে এই প্রথম 535 কিলোমিটার যাত্রা করল রাজধানী এক্সপ্রেস।

আরো পড়ুন: তুমি ম’র’লে গোলাপ ফুল দি’য়ে আসবো, বউয়ের ইচ্ছাপূরণ করতে ভ্যালেন্টাইন্স ডে-তে যা করলেন স্বামী

রেগে কর্মরত অফিসাররা বাসের বদলে গাড়ির সুযোগ-সুবিধা দিতে চেয়েছিলেন অনন্যা কে কিন্তু অনন্যা রাজি হয়নি। পুরো বিষয়টি রেলওয়ে চেয়ারম্যানের কাছে পৌঁছে গেলে তিনি রেল কর্তৃপক্ষের নির্দেশ দেন যাতে অনন্যা কে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়।

অনন্যা প্রায় সাড়ে চার ঘন্টা রেলের অফিসারদের সঙ্গে কথা বলে সকলকে রাজি করান, যে তিনি নিজেই একা গন্তব্যে পৌঁছাবেন ট্রেনে করে। এইভাবে শুধুমাত্র নিজের সিদ্ধান্তে অনড় থেকে সম্পূর্ণ রেল কতৃপক্ষকে মাথা নত করতে বাধ্য করলেন অনন্যা।