সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড কিভাবে এলো? এটি কি অ’স্ত্র হি’সে’বে ব্যবহার ক’রা হয়েছিল? কি বলছে WHO?

আজ থেকে দুই বছর আগে এই মার্চ মাসেই ভারতে কোভিড বা করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হয়। গত দুই বছর ধরেই দফায় দফায় চলেছিল এই লকডাউন। সরকারি পরিসংখ্যান হিসেবে, ভারতে করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন শুরুর পর প্রথম তিন মাসে জিডিপি বৃদ্ধির হার সঙ্কুচিত হয়েছিল প্রায় ২৪ শতাংশ , যা ছিল দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।

শুধু ভারত নয়,সারা বিশ্ব জুড়েই উৎপাদন, নির্মাণ, হোটেল, পরিবহন, আবাসনসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই অর্থনৈতিক মন্দা দেখা গেছে। লকডাউনের কারনে অনেক দেশের অর্থনীতি প্রায় স্তব্ধ হয়ে থেকেছে কোভিড মহামারির সময়কালে – শুধু খাদ্যপণ্য,ওষুধ উৎপাদন এবং বিদ্যুৎ কেন্দ্র ছাড়া ওই সময়ে সব কিছুই বন্ধ রাখা হয়েছিল।

রাষ্ট্রসংঘ কোভিড নিয়ে বেশ কড়া অবস্থান নিতে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ঘেবরেসাস কোভিড ১৯ এর বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনীতিক, সমাজকর্মী ও শিক্ষাবিদরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মর্মে চিঠি দেন। তার মতে -” কোভিডের উৎস খুঁজে বার করা রাষ্ট্রসংঘের একটি নৈতিক দায়িত্ব।

আরো খবর: এবার ব’ন্ধ হওয়ার মুখে ই-ফার্মেসিগুলো, কি আ’ড়া’ল করেছে সংস্থাগুলো?

এই ভাইরাসের উৎস সম্পর্কে যে কটি ধারণা করা হয়েছে, তার সবকটিই খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কিকরে এই প্রাণনাশী ভাইরাসের উৎপত্তি তা খুঁজে বার করতেই হবে।” আমেরিকা আর চীনের সম্পর্ক যে সাপে নেউলে সেটা সবারই জানা।এবার চিনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত এক নেতা নিকি হ্যালি।

তিনি আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী।সম্প্রতি তিনি টুইট করে এক হাতে নিয়েছেন চিনকে।তিনি বলেছেন, ‘চিনের গবেষণাগার থেকেই অসাবধানতা বসত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯। দেশটিকে কোনরকম সাহায্য করা বন্ধ করুক আমেরিকা।কোনো টাকা যেন না দেওয়া হয় কমিউনিস্ট দেশটিকে।’

আমেরিকার শক্তি মন্ত্রক সম্প্রতি করোনা ভাইরাস সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করে।এই রিপোর্টে দাবি করা হয়, দুর্ঘটনাবশত চিনের এক গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস।সারা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই রিপোর্ট।