সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার আ’রো ভালো করে দেখুন IPL, বি’রা’ট ব্যাক-আপ প্ল্যান নি’য়ে হা’জি’র JIO FIBER

স্মার্ট ফোন বা মোবাইল ছাড়া আমরা আজ এক মুহুর্তও থাকতে পারিনা।ওই ক্ষুদ্র যন্ত্রেই আমরা আবদ্ধ হয়ে গেছি।নিত্য প্রয়োজনীয় অগণিত কাজ করি মোবাইল দিয়েই। সে হোক না কেনো অফিসের কোনো কাজ বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ, অনলাইনে সংসারের জিনিস থেকে রোজের বাজার। সব কিছুর ওয়ান স্টপ সলিউশন ওই মোবাইল।আর এই মোবাইল ব্যাবহারের ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় হলো ডেটা বা নেট প্যাক।

31 মার্চ থেকে গুজরাত জায়েন্টস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল এর 16 তম সংস্করণ। টেলিভিশনের পাশাপাশি আপনি আপনার মোবাইল স্ক্রীনেও দেখতে পারবেন আইপিএল। এছাড়া আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে জিও ফাইবারও। ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে ব্যাক-আপ প্ল্যান আসতে চলেছে।

অন্যদিকে এই আইপিএল- এর উদ্দেশ্যেই গ্রাহকদের জন্য মোট 6টি প্রিপেইড প্ল্যান এনেছে জিও।এতে রয়েছে 999 টাকা, 667 টাকা, 444 টাকা, 399 টাকা, 222 টাকা এবং 219 টাকার রিচার্জ প্ল্যান। ইন্টারনেটের পাশাপাশি রিচার্জ প্ল্যানগুলিতে রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি করে এসএমএস ।

আরো খবর: আজ মঙ্গলবার, জানুন কেমন কা’ট’তে চলেছে দিনটি, দেখুন রাশিফল (28.03.2023)

ব্রডব্যান্ড প্ল্যানের সাহায্যে আপনি আপনার ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিতে পারবেন।একদিন, দু’দিন এমনকি সাতদিনের জন্য নেটের স্পিড বাড়িয়ে নিতে পারবেন। ফলে আইপিএলের প্রতিটি ম্যাচ বিনা বাফারিংয়ে লাইভ দেখা যাবে। ইন্টারনেটের স্পিড ১০ এমবিপিএস থেকে ৩০ কিংবা ১০০ এমবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে । প্ল্যানটি মাসিক ১৯৮ টাকার।

জিও মুখপাত্র জানিয়েছেন, “দেশের সর্ববৃহৎ হোম ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থা জিও তার গ্রাহকদের কথা সবসময় মাথায় রাখে। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। সেই কারণেই এই বিশেষ প্ল্যানটি আমরা এনেছি।”