সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রীতি’মত ক্যা’ম্প করে নে’ও’য়া হ’চ্ছি’ল টাকা! পুলিশ দে’খে’ই চ’ম্প’ট দিল ফর্ম ফিল’আপ’কারি’রা

রীতি'মত ক্যা'ম্প করে নে'ও'য়া হ'চ্ছি'ল টাকা! পুলিশ দে'খে'ই চ'ম্প'ট দিল ফর্ম ফিল'আপ'কারি'রা

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাট হাই স্কুলের দুয়ারে সরকারের ক্যাম্প ঘিরে বিভিন্ন প্রকল্পের আবেদন পত্র জমা দিতে যান সাধারন মানুষ।

সেই ফাঁকে স্থানীয় কিছু যুবক সরকারি ক্যাম্পের ১০০ মিটারের আওতায় চটহাট বাস প্রতীক্ষালয়ে ক্যাম্প করে টাকার বিনিময়ে ফর্ম ফিলআপ করছিল বলে অভিযোগ।

এই খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। তবে পুলিস দেখে পলাতক ফর্ম ফিলআপকারিরা।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মহম্মদ নাজির উদ্দিন বলেন স্ত্রীর লক্ষীর ভান্ডারের আবেদন জমা করতে এসেছি। তবে দুয়ারের সরকারের ক্যাম্পে ফর্ম ফিলআপের জন্য কেউকে না পেয়ে। বাস প্রতীক্ষালয়ে টাকার বিনিময়ে ফর্ম ফিলআপ করেছি। এজন্য ৩০ টাকা দিয়েছি।