সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পি’ছি’য়ে গেল কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার দিন, কবে শু’রু হ’বে জানুন

কোচবিহারের সংসদ নিশিথ প্রামাণিক চালু করেছিলেন কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা। মাত্র ৯৯৯ টাকা খরচ করলেই এই বিমানে চড়া যাবে। ঠিক ছিল ১৫ ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা চালু হবে। কিন্তু নানান রকম ত্রুটি এবং সমস্যার কারণে এই পরিষেবা পিছিয়ে গেল।

জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী একুশে ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হবে। অত্যন্ত স্বল্প খরচে বিমান যাত্রা। গত ৩ ফেব্রুয়ারি কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেছিলেন সাংসদ নিশীথ প্রামানিক। সেখানেই তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উরান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।

খুব অল্প খরচে কলকাতা থেকে কোচবিহার আসতে পারবেন যাত্রীরা। কিন্তু উদ্বোধনের আগেই পিছিয়ে গেল পরিষেবা। আহমেদাবাদের বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ানের তরফ থেকে জানানো হয়েছে পরিকাঠামো এখনো তৈরি হয়নি।

আরো খবর: আজ শনিবার, কি বলছে আপনার রাশিফল জেনে নিন (11.02.2023)

তার ফলেই পরিষেবার দিনক্ষণ পিছিয়ে দিতে হচ্ছে। ২০ তারিখ নাগার একটি ট্রায়াল রান হতে পারে! তারপর দিন থেকেই শুরু হয়ে যাবে এই বিমান পরিষেবা এমনটাই আশা করা হচ্ছে!

কোচবিহার বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজ সরকার এই খবর দিয়ে বলেছেন পরিকাঠামো গত কিছু সমস্যা ছিল তবে সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে ২১ তারিখ পরিষেবা চালু করবার কথা ভাবছি আমরা।

ইন্ডিয়া ওয়ান সংস্থার সিও অরুন কুমার সিং জানিয়েছেন রাজ্য সরকার সব রকম সহযোগিতা করেছে ইতিমধ্যেই নবান্নে গিয়ে কথা বলা হয়েছে।

প্রতিদিন দুপুর ১২ঃ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে অবতরণের ১৫ মিনিট পর ছাড়বে এই বিমান। বাংলাদেশের উপর দিয়ে কলকাতায় পৌঁছে যাবে। ভুবনেশ্বর জামশেদপুর বাংলাদেশ কলকাতা হয়ে কোচবিহারে যাবে এই বিমান!