সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্ব’জু’ড়ে ভারতের জয়জয়কার! ডলারের জায়গায় টা’কা’য় লেনদেন ক’র’বে রাশিয়া-শ্রীলঙ্কা

শ্রীলংকার অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে বর্তমানে। তবে ভারত বরাবর উদার তাই এই সময়ে শ্রীলংকার পাশে এসে দাঁড়িয়েছে বন্ধু দেশ ভারত। এবার সামনে এলো এক বড় তথ্য। ডলারের সংকটে জর্জরিত শ্রীলংকা এবার ভারতীয় মুদ্রায় বাণিজ্য করবে বলেই জানা গিয়েছে। তবে এক্ষেত্রে এখনো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সবুজ সংকেত মেলেনি। রিজার্ভ ব্যাংক অনুমোদন দিলেই শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক এই প্রক্রিয়া আরো ত্বরান্বিত করবে।

তারপরে শ্রীলংকা ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারবে। শ্রীলংকা থেকে একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে শ্রীলঙ্কা ব্যাংক স্পেশাল ভস্ট্রো রুপি একাউন্ট খুলতে চলেছে সম্প্রতি। সেই অ্যাকাউন্ট খোলার পরপর শ্রীলংকার জনগণ ফিজিক্যাল ফর্মে ৮ লক্ষ ২৬ হাজার ৮৩২ টাকা রাখতে পারবেন। শুধু তাই নয় শ্রীলঙ্কা ও ভারতের জনগণ একে অপরের সাথে ব্যবসা করতে পারবেন যেকোনো টাকায়।

তার জন্য ডলার ব্যবহার বাধ্যতামূলক নয়। প্রসঙ্গত রাশিয়া খুব শীঘ্রই ভারতীয় মুদ্রার মাধ্যমে তাদের দেশে বৈদেশিক লেনদেন শুরু করার ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা অর্জন করতে চলেছে।তবে এতে এ কি লাভ হবে ভাবছেন ভারতের? দেশের যেকোনো বাজার থেকেই যখন আমরা পণ্য কিনি তখন আমরা টাকা দিয়ে লেনদেন করে থাকি ।

আরো খবর: বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ফল, মুদ্রায় স্থা’ন পেলেন মেসি

তবে বৈদেশিক পণ্য কেনাবেচার জন্য ব্যবহার করতে হয় ডলার। আর এর জন্য লাভবান হয় আমেরিকা। কারণ আমেরিকার জাতীয় মুদ্রা ডলার। এবার ভারতের আন্তর্জাতিক স্তরে মান বাড়বে । শুধু শ্রীলঙ্কা কিংবা রাশিয়া নয় তাজাকিস্তান কিউবার মত দেশ গুলিও ভারতীয় মুদ্রায় লেনদেন করবার দিকেই হাটছে। এতে ভারতের প্রতিপত্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।