সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নারকেল গাছের পাতার রং রাতারাতি সবুজ থে’কে হয়ে গেলো সাদা, তু’ঙ্গে জ’ল্প’না

পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নারকেল গাছের পাতার রং পরিবর্তন নিয়ে জেরবার। এই ঘটনা নিয়ে রটছে নানা গুজব। যদিও কৃষি বিশেষজ্ঞদের দাবি, নারকেল গাছ এক ভয়ানক সংক্রামক রোগে আক্রান্ত।

সে কারণেই পাতা সাদা হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমানের ভাতার, মঙ্গলকোট, কাটোয়া, আউশগ্রাম, মন্তেশ্বর-সহ বিভিন্ন ব্লকেই গত কয়েকদিন ধরেই নারকেল গাছের পাতায় এই উপসর্গ দেখা দিচ্ছে।

ভাতারের হাড়গ্রামের বাসিন্দা কৃষক পরিমল পাঁজার জানান, প্রথমে খেয়াল করেননি তিনি। মুম্বই থেকে তার এক আত্মীয় ফোন করে জানান সেখানেও নাকি একের পর এক নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে।

আরো পড়ুন: ভোটে মু’খ থু’ব’ড়ে পড়ার পর এখনো গান্ধী পরিবারই ভ’র’সা কংগ্রেসের, সোনিয়াই থাকলেন প্রেসিডেন্ট

তবে অনেকেই মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জৈব অস্ত্র ব্যবহারের কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। হঠাৎ সাদা হয়ে যাচ্ছে নারকেল গাছের পাতা। গত দু-চারদিন ধরেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় এই সমস্যা দেখা যাচ্ছে। তাতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দেখা যাচ্ছে, নারকেল গাছের পাতার তলার দিকে সাদা মোমের মতো পুরু আস্তরণ। উদ্ভিদ ও কৃষিবিজ্ঞানীরা বলেন, এটি একটি কীটের আক্রমণ মাত্র।

পূর্ব বর্ধমানের প্রাক্তন-সহ কৃষি অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, এই রোগটি ভীষণ সংক্রামক। খুব দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রমণ। সামাল দেওয়া কঠিন। পুরো এলাকাভিত্তিক প্রতিকার করলে তবেই ফল পাওয়া যায়।