সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিকেনপ’ক্স না মাঙ্কিপ’ক্স? কোন ল’ক্ষ’ণে বুঝবেন?

করোনার পর এবার ভারতে প্রবেশ করেছে মাংকি পক্স। ইতিমধ্যেই গোটা দেশে বহু মানুষের দেহে এই জীবানুর হদিস পাওয়া গেছে। ইতিমধ্যেই ভারতে একজনের এই সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

এখনো পর্যন্ত মাংকি পক্স আসলে কী সে সম্পর্কে অনেকেই অনেকেই জানেন না। এই জীবাণু দেহে সংক্রমণ করলে কি কি উপসর্গ দেখা দিতে পারে। তার মধ্যে এই সময়ে মানবদেহে দেখা দেয় চিকেন পক্স।

বর্ষার জোরেই এই পক্সের বাড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকদের মনে তবে চিকিৎসকরা জানিয়েছেন এই দুই পক্ষের মধ্যে কিছুটা সামঞ্জস্য রয়েছে। এবার আসুন জেনে নেই কোন পদ্ধতিতে আপনি আক্রান্ত হলে বুঝতে পারবেন কোন পক্সে আপনি আক্রান্ত হয়েছেন এবং কখন আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরো পড়ুন: জীবনটা শুধু নিজেকে নিয়ে ভা’বা নয়, SSC কা’ণ্ডে ঋতুপর্ণার চুপ থা’কা নিয়ে বা’র্তা শ্রীলেখার

১. বিশেষজ্ঞদের মতে মাংকি পক্স এর সাথে মিল রয়েছে স্মল পক্সের। তবে এ স্মল পক্সের থেকে মাংকি পক্সের মারনক্ষমতা কম।

২.বিশেষজ্ঞদের মতে মাংকি বক্সে যে ধরনের গোলাগুলি শরীরে দেখা যায়, সেগুলি চিকেন পক্সের থেকে বড় হয়।

৩.চিকেন পক্সে শরীরে ওঠা গোটাগুলি চুলকায় এবং তরল ধরনের হয়ে থাকে। মাঙ্কিপক্সের এইগুলি একদমই চুলকায় না।

৪. চিকেন পক্স কমতে সময় নেয় সাত থেকে আট দিন, কিন্তু মাঙ্কি পক্স আরো বেশি সময় নেয় চিকেন পক্সের ক্ষেত্রে হাতের তালু ও পায়ের পাতাতে গোটা দেখা যায় না কিন্তু মাঙ্কিপক্সে সেটা দেখা যায়।

৫.চিকিৎসকদের মতে যারা স্মল পক্স এর টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে মাঙ্কিপক্স হওয়ার আশঙ্কা অত্যন্ত কম কারণ এই দুটো পক্স এর জন্য এক জীবানু দায়ী।