সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসানসোলে ২ লক্ষ ও বালিগঞ্জে ৬০ হাজার ভো’টে জি’ত’বো, বড় ব’য়া’ন অভিষেকের

গত বিধানসভা ভোটে বাবুল সুপ্রীয় বিজেপির হয়ে লড়েছিলেন কিন্তু পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেন বাবুল সুপ্রিয়। এখন বর্তমানে তৃণমূলের হয়ে প্রচারে আসছেন তিনি বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন। বালিগঞ্জের প্রচারে অংশ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রচারেই বিজেপিকে তুলোধোনা ধরলেন তিনি। তিনি জানালেন, বালিগঞ্জের নির্বাচনে তার বিশ্বাস ৬০ থেকে ৭০ হাজার ভোটে জিতবে তৃনমূল। আসানসোলে ভোটে জিততে চলেছে শত্রুঘ্ন সিনহা এরকমই আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার একটি মিছিল ছিল মল্লিক বাজারে এবং এই মিছিলে হেঁটেছিল বহু সংখ্যক মানুষ, এই সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন ,”যারা এই মিছিলে এতটা রাস্তা হেঁটেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

আরো পড়ুন: সৌভাগ্য ফি’রি’য়ে আ’ন’তে Acid দি’য়ে কান লম্বা করা হচ্ছে! পার্লারের এমন কথায় চা’ঞ্চ’ল্য

সবসময় একটা কথাই মনে রাখবেন বাবুল সুপ্রিয়কে ভোট দিচ্ছেন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন। সুব্রত মুখোপাধ্যায় যে কাজটি অসম্পূর্ণ রেখে গিয়েছেন সেটাই বাস্তবায়িত করার জন্য বাবুল সুপ্রিয়কে প্রার্থী নির্বাচন করা হয়েছে এই অঞ্চলে। বালিগঞ্জের প্রত্যেকটা কোনায় সুব্রত মুখোপাধ্যায় রয়েছেন”।

তিনি আরো বলেন,” বিধানসভা ভোটের সময় বিজেপির বলেছিল আপকি বার ২০০ পার, কিন্তু ওই ভোটে বিজেপিকে গো হারান হারিয়েছে আমরা। ওরা সব সময় হেরে যায় কিন্তু তবুও হার স্বীকার করতে চায় না”।

সমস্ত জনসাধারণের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান,” সুখে, দুঃখে সবসময় তৃণমূল সাধারণ মানুষের পাশে ছিল, থাকবে এবং আছে। বিজেপির কেন্দ্রীয় সরকার ৫ টাকা দাম কমিয়েছে তৃণমূলের কাছে হেরে গিয়ে।

উত্তরপ্রদেশ আবার তারা জিতেছে এবং যার জন্য দাম বাড়িয়েছে, কিন্তু বালিগঞ্জে এদের এবার হারান। মেঘালয়, ত্রিপুরা এগুলোতে আমরা একসাথে লড়বো সমস্ত রাজ্যে আমাদের জায়গা কোরে নেবো। সুপ্রিয়কে একটু কষ্ট করে হলেও ১২ তারিখে গিয়ে ভোটটা দিয়ে আসবেন”।