সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সৌভাগ্য ফি’রি’য়ে আ’ন’তে Acid দি’য়ে কান লম্বা করা হচ্ছে! পার্লারের এমন কথায় চা’ঞ্চ’ল্য

ভাগ্যবান হতে কার না মন চায়? সৌভাগ্য আনার জন্য পরিশ্রম নয়, ভাগ্য নয় বরং কানের ভূমিকা রয়েছে। ভিয়েতনামের মানুষেরা বিশ্বাস করছেন কানের আকৃতি যদি লম্বা হয় তাহলে তা সৌভাগ্য বয়ে নিয়ে আসে।

এর জন্য এখন অনেকেই কৃত্তিম ভাবে কান লম্বা করছেন। কানের নিচের অংশ ফিলারের সাহায্যে বড় করে ঝুলিয়ে দিচ্ছেন তারা।

কসমেটিকস পদ্ধতিতে কানের নিচের অংশে ফিলার লাগিয়ে ইচ্ছেমত বড় করে নেওয়া হচ্ছে। লাফিং বুদ্ধের লম্বা কান থাকা সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়।

আরো পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের বেতন ব’ন্ধ হওয়ার আ’শ’ঙ্কা প্র’কা’শ করলেন খোদ মমতা

বিভিন্ন বিউটি পার্লারে এইভাবে কানের লতি বড় করার চল দেখা দিচ্ছে। এতে জীবনে দুঃখ দুর্দশার অবসান হয় জীবনের সমৃদ্ধি আসে বলে মনে করা হয়।

এইবার তো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তাদের নিজেদের কানের মাপ পরিবর্তন করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে।

30 বছর বা তার বেশি ‌ বয়সি মানুষেরা এভাবে কানের আকার আকৃতি পরিবর্তন করার পন্থা অবলম্বন করছেন। পুরুষদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।