সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রচুর সংখ্যক শূন্যপদে নি’য়ো’গ করবে ভারতীয় পোস্ট অফিস, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

এই মুহূর্তে বেকার যুবক-যুবতীদের অবস্থা একেবারেই সঙ্গীন। তবে এর মধ্যে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে বড়োসড়ো সুখবর। ভারতীয় ডাক বিভাগের অন্তর্গত দিল্লি পোস্টাল সার্ভিসে শূন্য পদে নিয়োগ হতে চলেছে ২২১ জন। সম্প্রতি দিল্লি পোস্টাল সার্ভিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১২ ই নভেম্বর ২০২১ এর মধ্যে ইচ্ছুক প্রার্থীর আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন পর্ব শুরু হয়ে গেছে। আবেদন পত্র ডাউনলোড করার জন্য পোস্টাল সার্ভিস এর ওয়েবসাইট www.indiapost.gov.in দেখতে হবে আপনাকে।

কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, এমটিএস, শর্টিং অ্যাসিস্ট্যান্ট সহ আরো অন্যান্য পদে আবেদন করা যাবে।

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শটিং অ্যাসিস্ট্যান্ট: ৭২ টি পদ

পোস্টম্যান: ৯০ টি পদ

এমটিএস: ৫৯ টি পদ

শিক্ষাগত যোগ্যতা: সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আগ্রহী ব্যক্তিরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। অন্যদিকে মাল্টিটাস্কিং স্টাফ অথবা এম টি এস এর জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া: সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে হবে।পোস্টাল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in থেকে ডাউনলোড করার পর তা নির্দিষ্ট ঠিকানায় পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাবার ঠিকানা হলঃ “Assistant Director (R&E), O/o the Chief Postmaster General, Delhi Circle, Meghdoot Bhawan, New Delhi-110001″

আবেদন মূল্য ১০০ টাকা। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি তবে শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।