সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

UPI জ’গ’তে এবার এন্ট্রি নি’লো TATA গোষ্ঠী, ৭ এপ্রিল হ’চ্ছে উদ্বোধন

অনলাইন লেনদেন (Online Transaction) সংস্থাকে চাপে ফেলতে এসে গেল আরও একটি কোম্পানি, যার নাম টাটা গ্রুপ। গুগল পে, ফোন পে, পেটিএমের মত অনলাইন সুবিধা নিয়ে আসছে, ইউপি আই আইডি বাজারে নিয়ে আসছে টাটা গ্রুপ।

এটি প্রথম আত্মপ্রকাশ টাটা গোষ্ঠীর ইউপিআই আইডির দুনিয়ায়। টাটা গোষ্ঠী মানুষের কাছে কতটা জনপ্রিয় সেটা আর বলতে হবে না। সেই শক্তিশালী সংস্থা আছে এবার নিজেদের ইউপিআই অ্যাপ কে করা প্রতিযোগিতার মধ্যে বাজারে নামিয়ে দিল।

অন্যান্য ইউপিআই অনলাইন সংস্থাকে চাপে ফেলতে বাজারে এসে গেলো টাটা গোষ্ঠীর নতুন ইউপিআই। টাটা গোষ্ঠীর নতুন এক জগতে আত্মপ্রকাশ।যা দারুণ আকর্ষণীয়।রতন টাটার এই শক্তিশালী সংস্হার ইউপিআই দুনিয়ায় পদক্ষেপ দারুন চিন্তার কারণ হয়ে দাঁড়ালো অন্যান্যদের জন্য।

আরো পড়ুন: OMG: ৭ তলা বিল্ডিং মা’ত্র ৪৫ দিনে বা’নি’য়ে তা’ক লা’গি’য়ে দিলো DRDO, এখানেই তৈ’রি হ’বে যুদ্ধবিমান

আমরা সবাই জানি ভারতের এই কোম্পানি টাটা গোষ্ঠীর কি কি অবদান রয়েছে । এমন কিছু নেই যা টাটা গোষ্ঠীর নেই। কর্মসংস্থান থেকে শুরু করে খাদ্য দ্রব্য, তাছাড়া যানবাহন তো রয়েইছে। এই গোষ্ঠীর এবার নতুন জগতে পা, হয়তো আগামী ৭ ই এপ্রিল হতে চলেছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি টাটা গোষ্ঠী বাণিজ্যিক ইউনিট টাটা ডিজিটালের মাধ্যমে আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে আলোচনা পর্বও সেড়ে ফেলেছে।টাটা গ্রুপ যখন এই ইউপি আই দুনিয়ায় প্রবেশ করতে চলেছে। তাহলে মানুষের বিশ্বাস আরো দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

টাটা গ্রুপের নিজস্ব ইউপিআই আইডি যাকিনা গ্রাহকদের নতুন অভিজ্ঞতা ও বিশ্বাসের কারণ হয়ে দাঁড়াবে।”টাটা নিউ” নামে নিজস্ব প্রেমেন্ট এপ্স নাম হতে পারে। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা এক ক্লিকেই বিমান থেকে শুরু করে টাটা ক্লিক সমস্ত পরিষেবা পাবে সহজেই।