সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কয়লা পাচার কা’ণ্ডে রুজিরাকে ফের নো’টি’স পা’ঠা’লো ইডি

বারংবার সিবিআই এবং ইডি কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী রুজিরাকে তলব করেছে। এমনকী ২০২১ সালের মার্চ মাসে সিবিআই ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল।

রুজিরা বোন মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এছাড়াও মেনকার স্বামী ও শ্বশুরকে নিজ়াম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার আবার নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ ইডি করতে চায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা কয়লা পাচার কাণ্ডে সিবিআই একবার এই মামলায় বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ এখনও রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়নি।

আরো পড়ুন: এবার মধ্যপ্রদেশ, ব্লেড কা’ণ্ডে জ’ড়ি’ত অভিযুক্তদের বাড়ি মাটিতে মি’শি’য়ে দেওয়া হলো

তাই ইডি রুজিরার কাছে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে, কয়লা পাচারের মামলায় তিনি ঠিক কবে হাজির হতে পারবেন?‌। শুক্রবার এই নোটিশ পাঠানো হয়েছে ।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত কয়লা পাচার মামলায় ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। বহু প্রভাবশালী ব্যক্তির কাছে এই কয়লা পাচারের লাভের অংশ পৌঁছেছে । হাওয়ালা মারফত সেই মোটা টাকা বিদেশের ব্যাঙ্কে চলে যাচ্ছে।

এই টাকা বিদেশ যাওয়ার তথ্য মিলেছে কয়লা পাচার মামলায়। তদন্তকারীরা এমনই একটা যোগসূত্রেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।