সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ এপ্রিল ঝটকা দি’লো উপভোক্তাদের, ২৫০ টা’কা দা’ম বা’ড়’লো গ্যাস সিলিন্ডারের

১ এপ্রিল বড় ঝটকা দিল সরকারি তেল কোম্পানিরা৷ একধাক্কায় দাম বাড়িয়ে দিল৷ এদিন থেকে গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৫০ টাকা বাড়িয়ে দিল৷ তেল কোম্পানিরা বৃদ্ধি করল কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দামে।

এই মুহূর্তে রান্নার গ্যাসের ঘরোয়া ব্যবহারকারীদের জন্য দামবৃদ্ধি করেনি৷ ফলে ঘরোয়া উপভোক্তাদের এর প্রভাব পড়বে না৷ কোম্পানিদের ১০ দিন আগে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি হয়৷ কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম সস্তা হয়েছে৷

হঠাৎ করেই টাকা জোরদার বাড়িয়ে দিয়েছে৷দিল্লি -মুম্বইতে এত হল রেট নতুন আর্থিক বছরের শুরুতেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ২৫০ টাকা বেড়ে যাওয়ায় দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২.২৩৫ টাকা, ১ মার্চ ২০২২ যেখানে সিলিন্ডারের দাম ২.০১২ টাকা ছিল৷

আরো পড়ুন: কুকুরের চেন দিয়ে বাঁ’ধা গলা, এভাবেই ৭ কোটি টা’কা আ’য় করলেন তরুণী!

মুম্বইতে কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের রেট ১৯৯৫ টাকার বদলে ২,২০৫ টাকা হবে৷ কলকাতায় গ্যাসের দাম ২,০৮৭ টাকা থেকে ২৩৫১ টাকা হল৷ এই ভাবে চেন্নাইতে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়ে ২১৩৮ টাকা হল৷