সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি কা’ন্ড! সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চাঁদা তু’লে দ্বীপ কি’নে নিলেন দুই বাল্যবন্ধু

দুই বন্ধু ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে চাঁদা তুলে গোটা একটা দ্বীপ কিনে ফেললেন। এই দ্বীপটির নাম কফি কায়ে। ক্যারিবিয়ানের দ্বীপপুঞ্জের অজস্র দ্বীপের মধ্যে এটি একটি। আপাতত সেই দ্বীপের মালিক গ্যারেথ জনসন এবং মার্শাল মায়ের নামে দুই বন্ধু।

আপাতত গ্যারেথ এবং মার্শালই ওই দ্বীপের রাজা। আবার তাঁরাই প্রজাও। কারণ কফি কায়ে একটি জনবসতিহীন দ্বীপ। তবে মানুষ না থাকলেও এই দ্বীপের নিজস্ব সরকার আছে।

আছে জাতীয় পতাকা এমনকি, প্রতীকও। যদিও কফি কায়ে এখনও পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পায়নি। পেলেও এই দ্বীপদেশ মাইক্রোনেশন বা ক্ষুদ্রতম দেশের মর্যাদা পেতে পারে।

আরো পড়ুন: বেসরকারি বাসে বে’শি ভাড়া নি’লে যাত্রীদের এই কাজটি ক’র’তে বললেন পরিবহণমন্ত্রী

গ্যারেথ ও মার্শাল জানিয়েছেন আগামী দিনে এই অভাবপূরণেরই পরিকল্পনা রয়েছে তাঁদের। দু’জনই চান, কফি কায়েকে তাঁদের নিজস্ব দেশ হিসেবে গড়ে তুলতে।

নির্জন দ্বীপের মালিক হওয়ার সুপ্ত বাসনা বোধহয় অল্প বিস্তর অনেকেরই মনে থাকে। তবে একটা গোটা দ্বীপ কিনে নেওয়ার সামর্থ্য এত দিন একচেটিয়া দেখিয়ে এসেছেন ধনকুবেররাই।