সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Sensex: অবিশ্বাস্য, ১০,০০০ টা’কা বিনিয়োগে মাত্র ৩ মাসে রিটার্ন প্রায় ৭ লক্ষ টা’কা

ঐতিহাসিক ঘটনা ঘটলো সোমবারে। ন্সেক্সসেন্সের লাভের উচ্চতা পৌঁছেছে অনেক উঁচুতে প্রায় ৬০,০০০ মাইলস্টোন ক্রস করেছে। আজ তা পৌঁছে গেছে ৬০,৪১২.৩২ পয়েন্টে,সুতরাং এই মুহূর্তে সেক্সন্সেন্স সবথেকে বেশি পয়েন্টে রয়েছে, শেয়ারবাজার গত তিন মাস ধরে যথেষ্ট উত্থান-পতনের সঙ্গে চলছে, এর মধ্যে একটি রাসায়নিক সংস্থার শেয়ারের মূল্য রেকর্ড ছুঁয়েছে।

এটা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে ঘটেছে এই রাসায়নিক সংস্থার স্কট প্রায় তিন মাস ধরে বিনিয়োগকারীদের ১৫০০ পার্সেন্ট রিটার্ন করেছে সুতরাং যারা, সংস্থায় গত তিন মাসে ১০,০০০ টাকা বিনিয়োগ করেছেন তাদের কাছে এই অর্থ ইতিমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭ লক্ষ।

এই সংস্থার নাম কন্টিনেন্টাল কেমিক্যালস। ৩ মাস আগে এই সংস্থারটার শেয়ারের মূল্য ছিল ২১.৪৯টাকা,কিন্তু শুক্রবার সেই মূল্য এসে পৌঁছেছে১৪৯৭.২৫%, অর্থাৎ প্রায় ৩৪৩.৫ টাকা। এই সংস্থার স্টক একটি পেনি স্টক। মাত্র ২১ দিন এই লাভ করেছে ১৭৭.৯৮%। যেখানে তিন মাস ধরে মাত্র ১৩.৪৯ পার্সেন্ট লাভ করে সেন্সেক্স সেখানেও কন্টিনেন্টাল কেমিক্যাল তিন মাসে বিনিয়োগকারীদের রিটার্ন হিসাবে দিয়েছে ১৪৯৭.২৫%।

যদি কখনো এই সংস্থাটির স্টক বৃদ্ধির ক্ষেত্রে কোন গ্রাফ দেখা হয় তাহলে লক্ষ্য করবেন বছরের প্রথম থেকেই বর্তমান সময় পর্যন্ত ১৭০৬.৫৮% লাভ করেছে সুতরাং এক মাসে স্টক বৃদ্ধি পেয়েছে প্রায় ১৯২%। বিনিয়োগকারীদের এই সংস্থা রিটার্ন করেছে প্রায় ৭০ গুণ।