সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের মরসুমে তিনটি ব’ড়ো সি’দ্ধা’ন্ত নিয়ে নি’লো মোদি সরকার, উ’প’কৃ’ত হবেন দেশবাসী

পুজোর আগে তিনটি বড় বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার, যার কারণে কমে যেতে পারে অনেক কিছু জিনিসের দাম। সোলার পিভি র জন্য পি এল আই প্রকল্পের সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মোট কথা এখন অনেক বড় বড় এমন সিদ্ধান্ত নিতে চলেছে ভারত যা একেবারেই নতুন, যার মধ্যে সেমি কনডাক্টর উতপাদনের ক্ষেত্রে আরও জোড় দেওয়া হবে, সাথে আরও আকর্ষনীয় করে তোলা হবে লজিস্টিক নীতিকে।

.এই সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হলেই দারুণ সুবিধা পাবে দেশ। ভারতে কমে যাবে আমদানি, বৃদ্ধি পাবে রপ্তানি, তাতে রপ্তানিতে যদি ভারত দারুণ ভাবে জোড় দিতে পারে তাহলে দেশের অর্থনীতির ওপর দারুণ একটা প্রভাব পরবে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানায় সোলার পিভি মডিউল্গুলোর দ্বিতীয় পি এল আই প্রকল্পের জন্য সরকার ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে।

এর জন্য সরকার বরাদ্দ করেছে ১৯,৫০০ কোটি টাকা। সরকারের এখন আসল লক্ষই হল সৌর শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত কাজ করা। যার কারণে লক্ষ্য করলে দেখা যাবে আমদানির ওপরে নির্ভরতা কমে যাবে ভারতের। তাছাড়া বাহ্রতের কাছে সুযোগ থাকবে আলাদা, তারা দেশে তৈরী করে বিদেশে রপ্তানিও করতে পারবে।

সেমি কনডাক্টর ও ডিসপ্লে ম্যানুফেকচারিং এর ক্ষেত্রে সংশোধনের কথা মাথায় রেখেই সরকার ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। যার কারণে দেশে তৈরী হবে কর্মসংস্থান, যার সংখ্যা ২ লক্ষ, এর সাথে ৮ লক্ষ মানুষের কর্মসংস্থান পরোক্ষ ভাবে হবে। চিনের জিরো করোনা নীতির জন্য বিশ্ব জুড়ে ঘাটতি দেখা গেছে সেমি কনডাক্টরের। যার কারণে পণ্যের দাম ঊর্ধমুখী অনেকটাই। ইলেকট্রনিক জিনিসের দাম আকাশ ছোয়া হয়ে গেছে। সমস্ত কিছুকে ব্যালেন্স করতে সরকারের এই সিদ্ধান্ত।।